বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » অ্যাম্বুলেন্স চালকের প্রাণ বাঁচালেন রোগী !!
অ্যাম্বুলেন্স চালকের প্রাণ বাঁচালেন রোগী !!
এবার রোগীই বাঁচালেন অ্যাম্বুলেন্স চালকের জীবন। গত সপ্তাহে ক্রিস্টিয়ান নায়েট (৬০) নামে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তি স্ক্যান করানোর জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ির চালক জিন ফ্রান্সিস পিনা হার্ট অ্যাটাক করেন।অবস্থা বেগতিক দেখে নায়েট চালককে সরিয়ে নিজেই গাড়ির হুইল ধরেন। গাড়ি চালানোর কারিগরী জ্ঞান না থাকলেও বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছেন তার উপর ভরসা করেই গাড়ি চালাতে থাকেন। সফলও হয়েছেন তিনি। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই হাসপাতালে পৌঁছে যান নায়েট।
এরপর উপস্থিত ডাক্তাররা পিনাকে ইমার্জেন্সি চিকিৎসার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে সুস্থ করে তোলেন। ইমার্জেন্সি রুমের ম্যানেজার ফ্রেডিক অ্যালায়েন বলেন, “যথাসময়ে নায়েটের সাহায্য ছাড়া পিনাকে বাঁচানো সম্ভব হতো না।”
একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নায়েট বলেন, “আমাকে বিশ্বাস করে পিনা চাবি দেয়। আমি সাইরেন খুঁজে পাচ্ছিলাম না। তাই সিগনালের জন্য পিনার হাত জানালার বাইরে রাখি। সৃষ্টিকর্তা সহায় হয়েছেন।”
পিনারের চিকিৎসা শেষে আরেকটি অ্যাম্বুলেন্স করে নায়েটকে ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।