সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ৪, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » শেষ হলো বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জ
প্রথম পাতা » আইসিটি বিনোদন » শেষ হলো বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জ
৭৪৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ হলো বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জ

শেষ হলো বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জশেষ হলো কম্পিউটার সোর্স ও বুয়েট কম্পিউটার ক্লাবের আয়োজিত বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জ ২০১৩ গেমিং আসর। গত মঙ্গলবার বিকেলে কম্পউিটার সোর্স এর প্রধান কার্যালয়ে এবারের আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক এ ইউ খান জুয়েল। এসময় তার সাথে ছিলেন কম্পউিটার সোর্স এর পণ্যব্যবস্থাপক ফয়েজ মোর্শেদ।
অনুষ্ঠানে বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জের একক খেলায় ফিফা ২০১৩ খেলায় চ্যাম্পিয়ন আফসার হোসেন চার্চিল এবং রানার্স আপ সানি এবং এনএফএস বিজয়ী আল-আমিন সাদিক ও রানার্স আপ অমিক রায় সহ গ্রুপ পর্যায়ের প্রত্যেক বিজয়ীর হাতে বিভিন্ন গেমিং অ্যাক্সেরিজ ও চেক তুলে দেয়া হয়।
প্রতিযোগিতায় গ্রুপ পর্বে কল অব ডিউটি খেলায় ভয়েড হোস্টাইল এবং ডটা গেমে এনটিএনকে -কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরভি। উভয় খেলায় চ্যাম্পিয়ন আরভি দলে ছিলেন রাহিব রেজা, হিমালয় ইসলাম, নজরুল ইসলাম ভূঁইয়া, ইব্রাহীম হোসাইন ও দেওয়ান অভি। এছাড়াও কাউন্টার স্ট্রাইক সোর্স গেমে ইভো-কে হারিয়ে জয় লাভ করে ক্র্যাক। ক্রাক দলের সদস্যরা হলেন ফারহান হোসাইন, হামিদ রায়হান, আসিফ সরকার, ইশতিয়াক আহমেদ ও ইবনে খালিদ। আর ডটা রানার্স আপ এনটিএন দলের খেলোয়াড়রা হলেন রফিকুল ইসলাম জয়, ইরফান রাফাত অনিক, জুবায়ের, ডেভিন ও বাধন সাহা এবং কাউন্টার স্ট্রাইক সোর্স গেমের রানার্স আপ দল ইভো’র সদস্যরা হলেন, রানা খন্দকার, তুষার খান, সালমান নূর, দীপানজন ইসলাম, জোনাথন সোহরাওয়ার্দী ও ইভান রহমান।
গত ২ এপ্রিল বাংলাদেশ প্রৌকশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অডিটরিয়াম ও ডেল ক্যাফেতে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় ২০১৩ সালের সাইবার গেমিং আসর। প্রতিযোগিতায় কল অব ডিউটি খেলায় ১২টি, ডটা খেলায় ১৬টি এবং সিএসএস ১২টি দল অংশ নেয়। অপরদিকে ফিফায় ৩০০ ও এনএফস খেলায় ৬০ জন সহ মোট ৫০টি সিএসএম গেমিং পিসিতে খেলা চলাকালে প্রতিদিন চার দফায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ শতাধিক কম্পিউটার গেমার। রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত থাকায় গত ১৬ এপ্রিল পুরস্কারবিতরণী কম্পিউটার সোর্স এর প্রধার কার্যালয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রসঙ্গত, কম্পিউটার সোর্স’র সহযোগিতায় ‘রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ গেমিং কনটেস্ট’ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিলো কম্পিউটার গেমিং অ্যাক্সেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান রেজর এরং সহযোগী স্পন্সর লজিটেক, অ্যান্টেক, সিএসএম পিসি, কর্সেয়ার, এমএসআই, ডি-লিংক এবং প্রফেশনাল গেমিং গিয়ার স্টিল সিরিজ।



আর্কাইভ

ভিভোর ঈদ ক্যাম্পেইনে স্মার্টফোন কিনলে ঘড়ি উপহার
স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোন ম্যাজিক ভি৩ আনছে অনার বাংলাদেশ
বিকাশের অনলাইন উঠান বৈঠকে চিত্রতারকা মিম
সেরা অপারেটরের স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত
রিয়াদে এলইএপি ২০২৫ মেগা টেক ইভেন্টে প্রিয়শপ
এমডব্লিউসিতে ২০২৫ এ অংশগ্রহন করবে রিভ সিস্টেমস
নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে কাজ করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক
বিআইজিএফ ও আইসকবিডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড