সোমবার ● ১৫ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ওকি প্রিন্টারের পরিবেশক হলো সেফআইটি
ওকি প্রিন্টারের পরিবেশক হলো সেফআইটি
জাপানের ওকি ব্র্যান্ডের প্রিন্টারের বাংলাদেশে একক পরিবেশক অনুমোদন পেয়েছে সেইফ আইটি সার্ভিসেস লিমিটেড।
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সেইফ আইটি সার্ভিসেস লিমিটেড পণ্য ব্যবস্থাপক (ওকি) প্রদীপ কৈরী। এসময় ওকি’র মধ্যপ্রাচ্য, ভারত ও আফ্রিকা অঞ্চলের বিক্রয় ও বিপনন পরিচালক স্টিফেন মরিস ডায়মন্ড, বিপনন ব্যবস্থাপক রেজি ম্যাথহিউস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ওকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডট মেট্রিক্স, মনো লেজার, কালার লেজার, পজ, লেবেল এবং মাল্টি-ফাংশন প্রিন্টারসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রেজি ম্যাথহিউস। খুব অল্প দিনেই বাংলাদেশে ওকি সর্ব শ্রেণীপেশার মন জয় করে প্রথম স্থানে অবস্থান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওকি প্রিন্টার বিষয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সেইফ আইটি সার্ভিসেস লিমিটেডের পণ্য ব্যবস্থাপক (ওকি) জনাব প্রদীপ কৈরী জানান, ওকি লেজার প্রিন্টারে লাইট সোর্স হিসেবে এলইডি ব্যবহার করা হয়েছে যা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অধিকতর নিখুঁত প্রিন্টের নিশ্চয়তা দেয়।
তিনি জানান, ড্রাম ও টোনার পৃথক হওয়ায়, টোনারের পেছনে ব্যয় কম হয় আর তাই ‘কস্ট অফ ওনারসিফ’ ক্রেতার কাছে থাকে। একইসাথে ওকি ডট ম্যট্রিক্স প্রিন্টারগুলোতে রয়েছে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রিন্ট হেড। অন্যান্য ব্রান্ডের ডট ম্যাট্রিক্স প্রিন্টারের রিবনের তুলনায় ওকির রিবনের দৈর্ঘ্য বেশি হওয়ায় মূল্য সাশ্রয়ী।
প্রসঙ্গত, ওকি প্রিন্টারে ১ বছরের ওয়ারেন্টি সেবা রয়েছে, তবে প্রিন্টার ক্রয়ের ১ মাসের মধ্যে ওকি’র ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রিন্টারে ৩ বছরের বর্ধিত ওয়ারেন্টি সেবা সুবিধা পাওয়া যাবে।