সোমবার ● ১৫ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » সেলফোনের সিমের উচ্চকর কমানোর পরামর্শ
সেলফোনের সিমের উচ্চকর কমানোর পরামর্শ
ব্যবসায় বান্ধব পরিবেশ তৈরি করতে সেলফোনের সিমের ওপর আরোপিত উচ্চ হারের কর কমানোর পাশাপাশি টেলিকম নীতিমালা ও আইন হালনাগাদ করা এবং কর ও শুল্ক কাঠামো পুণর্বিন্যাসের পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যামটব’র ওয়েব সাইট ও মাসিক নিউজ লেটার ‘কানেক্সন’ এর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। অনুষ্ঠানে মাউসে ক্লিক করে অ্যামটবের নতুন ওয়েব সাইট উদ্বোধন করেন টেলিযোগাযোগ অ্যাডভোকেট মন্ত্রী সাহারা খাতুন।
অ্যামটব চেয়ারম্যান ও মোবাইল অপারেটর রবি’র সিইও মাইকেল কুহেইনার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, অ্যামটব ভাইস চেয়ারম্যান ও এয়ারটেল বাংলাদেশ সিইও ক্রিস টবিট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যামটব সাধারণ সম্পাদক টি আই নূরুল কবির।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুঠোফোন খাতে এখন আমারা ভয়েস যুগ থেকে ডাটা যুগে পা দিচ্ছি। তাই মুঠোফোন কেন্দ্রিক সেবা তৈরির ব্যাপারে আমাদের মনযোগী হতে হবে।
বৈদেশিক বিনিযোগ ও রাজস্ব আয়ের দিক দিয়ে মোবাইল ফোন দেশের শীর্ষ খাত উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, এখানে ব্যবসায় বান্ধব পরিবেশ তৈরি করতে হলে মোবাইল ফোন অপারেটরদের পক্ষ থেকে গত চার বছরে যেসব সুপারিশ করা হয়েছে তা বিবেচনায় আনতে হবে। সেলফোনের সিমের ওপর আরোপিত উচ্চ হারের কর কমানোও জরুরী। একই সাথে শুল্ক ও কর কাঠামো ঢেলে সাজানো দরকার।
এসময় মঞ্চে উপস্থিত বিটিআরসি চেয়্যারম্যনকে সম্বোধন করে টেলিকম নীতিমালা ও আইন পর্যালোচনা করে হালনাগাদ করার পরামর্শ দেন তিনি।
আত্মপ্রকাশের এক যুগ পর জনসম্পৃক্ততার ছোয়া লাগলো মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবে। নিয়মিত প্রকাশনার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সাংগঠনিক খবরা-খবর নিয়ে প্রকাশ করলো মাসিক নিউজ লেটার।
ওয়েবসাইটটি ভিজিট করে (http://www.amtob.org.bd) দেখা গেছে সেখানে ছয়টি মোবাইল অপারেটরদের সাফল্যগাথা ছাড়াও তাদের সামাজিক কল্যাণমূলক কাজের খবরা-খবর, নিয়মিত নিউজআপডেট, পজিশন পেপার এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র বিভিন্ন নীতিমালা, সরকারি ঘোষণা ও সংশ্লিষ্টদের ওয়েব ঠিকানা সন্নিবেশ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সঙ্গে দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটর মিলে অ্যামটব গঠন করে।