বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » সাইবার হামলায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে চীন
সাইবার হামলায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে চীন
মার্কিন বিভিন্ন কোম্পানি ও সংস্থায় সাইবার হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে চীন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী রবার্ট হরম্যাটসের দাবি, তথ্য ও মেধাস্বত্ব চুরি হয়ে যাওয়ার ভয়ে অনেক বিদেশী বিনিয়োগকারীই চীনা ভূখণ্ডে কার্যক্রম চালানো থেকে সরে আসছেন। খবর রয়টার্সের।
এক সাক্ষাত্কারে হরম্যাটস জানান, ব্যাপক আকারে সাইবার হামলা চালানোর কারণে চীনকে অবিশ্বাস করতে শুরু করেছে মার্কিন সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়। তিনি বলেন, ‘সাইবার অনুপ্রবেশের মাত্রা এত বেড়ে গেছে যে, সেগুলো বিনিয়োগকারীদের উদ্যম নাশ করতে শুরু করেছে। এতে চীনের স্বার্থও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনাদের উচিত এ বিষয়ের প্রতি নজর দেয়া।’
হরম্যাটস অবশ্য স্বীকার করেন যে, সাম্প্রতিক সাইবার হামলাগুলোর প্রকৃত উত্স চিহ্নিত করা এখনো পুরোপুরি সম্ভব হয়নি। জানুয়ারিতে মার্কিন কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যানডিয়ান্ট এক প্রতিবেদনে দাবি করে, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৪০টি মার্কিন কোম্পানি ও সংস্থার কম্পিউটারে হামলা চালিয়ে কয়েক টেরাবাইট তথ্য চুরি করে নিয়েছে চীনারা। এজন্য মূলত চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিশেষ একটি সাইবার দলকে দায়ী করা হয়।
পাল্টাপাল্টি সাইবার হামলা এবং রেষারেষি থেকে বিরত থাকতে চীন-মার্কিন আলোচনার ওপর জোর দেন হরম্যাটস। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা যায়। প্রকৃতপক্ষে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন।
চীনের স্টেট ইন্টারনেট ইনফরমেশন অফিসের উপমন্ত্রী কিয়ান জিয়াওকিয়ান দাবি করেন, চীন ইন্টারনেটের অপব্যবহার করছে না। তার মতে, কোনো দেশের জন্য অন্য দেশের ইন্টারব্যবস্থায় আক্রমণ চালানো ইতিবাচক পদক্ষেপ হতে পারে না