বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বস্তায় মাথাবিহীন লাশ !!!
বস্তায় মাথাবিহীন লাশ !!!
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সেতুর নিচ থেকে আজ বুধবার দুপুরে কাওসার মোল্লা (৩৬) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তাটি খোলার পর মাথাবিহীন একটি লাশটি বেরিয়ে আসে। পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র দেখে মৃত ব্যক্তির স্বজনেরা লাশটি গাড়িচালক কাওসার মোল্লার বলে শনাক্ত করেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ বছিলা সেতুর নিচ থেকে বস্তাবন্দী কাওসারের লাশটি উদ্ধার করে। তাঁর পরনে ছিল কালো রঙের জিনস প্যান্ট ও নীল টি-শার্ট। তাঁর হাত-পা বাঁধা ছিল। লাশটিতে পচন ধরে গেছে।
পুলিশ আরও জানায়, আশপাশে তল্লাশি চালিয়েও কাওসারের মাথা উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে লাশটি বস্তায় ভরে ফেলে গেছে ঘাতকেরা। পরে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়।
পুলিশ জানায়, কাওসার মোল্লার প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এর সূত্র ধরে তাঁর চাচা ও ফুপুকে খবর দেওয়া হয়।
মোহাম্মদপুর থানায় নিহতের স্বজনেরা পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে কাওসারের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ ছিল না। কাওছার কোথায় থাকতেন, তা-ও তাঁরা জানতেন না। তবে জাতীয় পরিচয়পত্রে বর্তমান ঠিকানা মিরপুরের দক্ষিণ পীরেরবাগ উল্লেখ থাকলেও সেখানে কাওসার থাকতেন না। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার দিঘিরপাড় এলাকার সুজনকাঠিতে। তাঁর বাবার নাম রতন মোল্লা।
হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি পুলিশ।