বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জামায়াত-শিবিরের ডাকা হরতালের নাশকতা ঠেকাতে ট্রেনে সশস্ত্র পুলিশ
জামায়াত-শিবিরের ডাকা হরতালের নাশকতা ঠেকাতে ট্রেনে সশস্ত্র পুলিশ
নাশকতা ঠেকাতে আজ বুধবার থেকে রেলচালকের সঙ্গে ইঞ্জিনকক্ষে দুজন করে সশস্ত্র পুলিশ দেওয়া হয়েছে। জামায়াত-শিবিরের ডাকা হরতালের কর্মসূচি চলাকালে রেলের ওপর নাশকতার ঘটনা ঘটছে। কাল বৃহস্পতিবারও হরতাল ডেকেছে ছাত্রশিবির। তাই এর আগেই আজ থেকে চলন্ত ট্রেনে সশস্ত্র পুলিশ দেওয়া হলো।
রেলওয়ের পূর্বাঞ্চল পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বিকেলে ঢাকাগামী গোধূলী এক্সপ্রেসের ইঞ্জিনকক্ষে চালকের সঙ্গে দুজন সশস্ত্র পুলিশ দিয়ে চলন্ত ট্রেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্প্রতি রেলে সংঘটিত নাশকতার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনে আগুন দেওয়া, রেললাইন উপড়ে ফেলা বা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চোখে পড়লে সশস্ত্র পুলিশ সঙ্গে সঙ্গে দুষ্কৃতকারীদের প্রতিহত করবে।
পুলিশ সুপার নজরুল ইসলাম আরও বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলে আমরা গুরুত্বপূর্ণ প্রতিটি ট্রেনের ইঞ্জিনকক্ষে চালকের সঙ্গে দুজন করে সশস্ত্র পুলিশ দিয়েছি। এখন থেকে এভাবেই যাত্রীবাহী ট্রেনের নিরাপত্তা দেওয়া হবে।’
রেলওয়ে সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রেললাইন উপড়ে ফেলা, কোচ ও ইঞ্জিনে আগুন দেওয়াসহ নাশকতা শুরু হয়। আজ পর্যন্ত রেলে ১১০টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেবল পূর্বাঞ্চলে ৩৮টি মামলা হয়। নাশকতার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। তবে এসব নাশকতার সঙ্গে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন।