বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলহাজতে চার ব্লগার
জেলহাজতে চার ব্লগার
ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে গ্রেফতারকৃত চার ব্লগার আসিফ মহিউদ্দিন, মসিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তাদের জামিন আবেদনের শুনানি শেষে আদালত মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী ১৫ এপ্রিল সোমবার অধিকতর শুনানির দিন ধার্য করেছেন।বুধবার দুপুরে চার ব্লগারকে রিমান্ড শেষে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ডিবি পুলিশ। আসিফ মহিউদ্দিনকে দু’দফায় চারদিন ও বাকি তিনজনকে সাতদিন করে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। নতুন করে ডিবির পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি।
এ সময় তাদের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন ও অ্যাডভোকেট প্রাণ নাথ চার ব্লগারের জামিনের আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসান উল্লাহর আদালতে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত আগামী ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাইনুল ইসলামকে উপস্থিত থাকার আদেশ দিয়ে ওই দিন অধিকতর শুনানির দিন ধার্য করেন।