রবিবার ● ২৩ অক্টোবর ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » Optoma পিকে ৩২০ প্রজেক্টর
Optoma পিকে ৩২০ প্রজেক্টর
কোন প্রকার ল্যাপ্টপ বা ডেস্কটপ কম্পিউটার এর সাহায্য ছাড়া, এমন কি কোন কোন ক্ষেত্রে স্ক্রীন ছাড়াই প্রেজেন্টেশনের জন্য পিকে ৩২০ হচ্ছে সহজ এবং উৎকৃষ্ট প্রজেক্টর । এই প্রজেক্টরটি সত্যিকার অর্থেই হাতের তালুর মাপের, হাল্কা ওজনের, রিচার্জেবল এবং সহজে বহনযোগ্য । এর এল ই ডি আলোকে উৎস উৎপাদন করে অসাধারন রঙ এবং ২০,০০০ ঘন্টার ও বেশি দীর্ঘমেয়াদী ।
এর বৈশিষ্ট গুলো হল ৮০ এ এন এস আই লুমেন্স, ওয়াইড স্ক্রীন, ডব্লিউ ভিজিএ রেজোলেশন । করতল আকারের পিকে ৩২০ দিয়ে ঘরে এবং বাইরে আপনি সহজেই ভিডিও শেয়ার, ছবি গ্রাফিক্স ইত্যাদি সক্রিয় করতে পারবেন । আঙ্গুলের স্পর্শে উপভোগ করুন মাইক্রো এসডি ৩২ জিবি স্লট আর বিল্ট ইন মেমোরি ২জিবি, স্পিকার, ১ওয়াট, কণ্ট্রাস্ট রেশিও ২০০০:১ এবং ওজন মাত্র ১ পাউন্ড ।
এতে সংগৃহীত রয়েছে ইউএসবি, ভিজিএ, এইচডিএমাই এবং ভিজিও সহ আই/ও পোর্ট। যা প্রায় সব এনালগ এবং ডিজিটাল যন্ত্রের সাথেই শক্তিশালী সংযোগ আনুমোদন করে । পিকে ৩২০ প্রজেক্টিং জগতে এক নতুন দৃষ্টাšত স্থাপন করেছে । এর ব্যটারী ব্যাকআপ ১ ঘন্টা । ইউনিক বিজনেস সিস্টেমস্ লিমিটেড :- ফোন : ৮৮১২২৪৪, ০১৭৩০০৪৪৪০৬-১৩, ০১৭৩৩০৩৭৩৪৯ ।