মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » অনলাইনে আয়ের উপায়(এক্সপার্টদের দেখতে মানা)
অনলাইনে আয়ের উপায়(এক্সপার্টদের দেখতে মানা)
।। অনলাইনে আয়ের উপায় ।।
যারা উদ্যমী ও স্বাধীন চেতনার মানুষ, যারা চাকরির পিছনে না ছুটে অনলাইনে আয় রোজগারের উপায় খুঁজছেন, তাদের জন্যই আইসিটি নিউজ এর এই আয়োজন অনলাইন-এ আয় করুন, নিজে নিজেই স্বাবলম্বী হোন। মূলত বাংলাদেশ থেকে অনলাইনে টাকা উপার্জনের উপায়গুলো সহজ ও বাস্তব ভিত্তিক ভাবে উপস্থাপন করাই এই আয়োজনের মূল উদ্দ্যেশ্য । যারা ক্লিকবাজি করে স্বল্প সময়ে বেশি টাকা আয় করতে চান তারা আগের দিন ভুলে গিয়ে পরিশ্রম করতে শিখুন।
যা হোক চলুন মূল পর্বে।
অনলাইনে টাকা উপার্জনের কৌশল গুলো বিষয়ভিত্তিক ভাবে সাজানো হয়েছে এবং তা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
অনলাইনে আয় অনেক ভাবেই করা যায় প্রতিনিয়ত এর প্রসার ঘটছে, নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এর মধ্যে অন্যতম উপায় গুলো হলো -
১। আর্টিকেল লিখে আয়
২। মতামত প্রকাশে আয়
৩। গুগল এডসেন্সের মাধ্যমে আয়
৪। এফিলিয়েট মার্কেটিং-এ আয়
৫। অনলাইনে জরিপে অংশ গ্রহনে আয়
৬। ব্যানার বিজ্ঞাপনে আয়
৭। ফ্রি-লেন্সিং করে আয়
৮। ভিজিটর পরিচালনায় আয়
৯। সোসিয়াল সাইটে আয়
১০। ফাইল আপলোড করে আয়
১১। পিটিসি বা পেড-টু-ক্লিক থেকে আয়
আমরা ধারাবাহিক ভাবে বিষয় গুলো নিয়ে আলোচনা করবো।
আমাদের সঙ্গেই থাকুন।