মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২১মে আইপিভি৬ ও নেটওয়ার্ক নিরাপত্তা কর্মশালা, রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ এপ্রিল
২১মে আইপিভি৬ ও নেটওয়ার্ক নিরাপত্তা কর্মশালা, রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ এপ্রিল
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার ও এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) যৌথ আয়োজনে আগামী ২১-২৪ মে ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) আইপিভি৬ ও নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক ৪ দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২১ মে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আইপিভি৬ টিউটোরিয়াল এবং ২২-২৪ মে অনুষ্ঠিত হবে নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক কর্মশালা।
আইপিভি৬ টিউটোরিয়ালের মধ্যে রয়েছে আইপিভি৬ ইন্ট্রোডাকশন, এড্রেসিং, সাবনেটিং, হোস্ট কনফিগারেশন, আইপিভি৪ টু আইপিভি৬ ট্রান্সিশন, গেটিং আইপিভি৬ এড্রেসেস এবং আইপিভি৬ কেস স্টাডিজ। দিনব্যাপী এই ট্রেনিং ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফি ৩,৭০০ টাকা, তবে ইন্টারনেট সোসাইটি ও এপনিকের সদস্যদের জন্য ফি ২,৫০০ টাকা। কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় http://training.apnic.net/events/2013/tutorial-ipv6-21may13 ।
তিন দিনবাপী ইন্টারনেট সিকিউরিটি কর্মশালায় রয়েছে ইন্টারনেট সিকিউরিটি ফান্ডামেন্টালস, সিকিউরিটি ইস্যুস, থ্রেটস এন্ড এ্যাটাকস, নেটওয়ার্ক ইনফ্রাস্টাকচার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি এন্ড পাবলিক কি ইনফ্রাস্টাকচার, লেয়ার টু সিকিউরিটি, মনিটরিং এন্ড ম্যানেজিং এক্সেস এবং সার্ভার এন্ড অপারেশনাল সিকিউরিটি। তিন দিনব্যাপী এই ট্রেনিং ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফি ১৪,৭০০ টাকা, তবে ইন্টারনেট সোসাইটি ও এপনিকের সদস্যদের জন্য ফি ৯,৮০০ টাকা। কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় http://training.apnic.net/events/2013/netsec-22May13 ।
কর্মশালার ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করবেন এপনিকের সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট নুরুল ইসলাম (রোমান)। কর্মশালায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ এপ্রিল এবং আসন সংখ্যা সীমিত। কর্মশালা সম্পর্কে যোগাযোগ মো: জাহাঙ্গির হোসেন (কোষাধ্যক্ষ, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার) এর সাথে ফোন: ০১৭১২৬৫৩৩৭৪, ই-মেইল: jrjahangir@gmail.com, isoc.bd.dhaka@gmail.com