
শনিবার ● ৬ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » যৌনকর্মীদের জাল টাকা চেনার প্রশিক্ষণ !!!
যৌনকর্মীদের জাল টাকা চেনার প্রশিক্ষণ !!!
যৌনকর্মীদের জাল টাকা চেনার প্রশিক্ষণ।। নিউজ আপডেট।।
এবার যৌনকর্মীদের জাল টাকা চেনার প্রশিক্ষণ দিচ্ছে কলকাতার পুলিশ সদস্যরা।
কিছুদিন ধরে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন কলকাতার সোনাগাছি এলাকার যৌনকর্মীরা। ব্যাংক কর্মকর্তারা জানান জমা দিতে আনা টাকার মধ্যে বেশকিছু টাকাই জাল ছিল।
তদন্ত করে কলকাতা পুলিশ জানতে পেরেছে, নতুন আসা খদ্দেররা আনন্দ-উল্লাসের পর এই সব জাল নোট যৌনকর্মীদের দিয়ে যাচ্ছেন।
কলকাতা পুলিশের এসটিএফ শাখা সূত্রে জানা গেছে, জাল টাকার কারবারীরা এখন কলকাতার যৌনপল্লীগুলোকে টার্গেট করেছে।
আর সে কারণে যৌনকর্মীদের `আসল` টাকা চেনার প্রশিক্ষণ দেওয়া হছে। যৌনপল্লীগুলোতে তাদের জন্য খোলা হয়েছে এনজিও পরিচালিত ঊষা ব্যাংক। যৌন কর্মীরাই এটি পরিচালনা করেন।
ঊষা ব্যাংকের কর্মী ভারতী দেবী বলেন, একদা আমাদের মরণ রোগ এইডস/এইচআইভির বিরুদ্ধে লড়তে শিখতে হয়েছে। এবার শিখতে হচ্ছে নকল টাকা চেনার উপায়।