শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » প্রথম আলোর “হেফাজতে ইসলামের প্রতি ইমরান এইচের বার্তা” খবরটি বানোয়াট !!! (ভিডিও)
প্রথম আলোর “হেফাজতে ইসলামের প্রতি ইমরান এইচের বার্তা” খবরটি বানোয়াট !!! (ভিডিও)
।। নিউজ আপডেট ।।
৪ এপ্রিল প্রথম আলো পত্রিকায় হেফাজতে ইসলামের প্রতি ইমরান এইচের বার্তা শিরোনামে ২য় পৃষ্ঠায় একটা খবর প্রকাশ করা হয়েছিল। খবরটি বানোয়াট ও মিথ্যা দাবী করে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি চিঠি লিখে অজ্ঞাত এক ব্যাক্তি । চিঠিটি বিতর্কিত বাঁশেরকেল্লা নামক ফেইসবুক ফ্যান পেইজে একটি ভিডিও ফুটেজ সহ প্রকাশ করা হয়।
আইসিটি নিউজ এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
রাজাকারের নাতি ইমরানের সাজানো নাটক+প্রথম আলোর অকল্পনীয় মিথ্যাচার
রাজাকারের নাতি ইমরানের সাজানো নাটক+প্রথম আলোর অকল্পনীয় মিথ্যাচার।
মিথ্যাচারের জবাব দিয়া হয়েছে মুহাম্মাদপুর মাদ্রাসা থেকেঃ
হেফাজতে ইসলামের প্রতি ইমরাইন এইচের সাজান নাটক+প্রথম আলোর মিথ্যাচার
দৃষ্টি আকর্ষণ:
বরাবর,
ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমার দেশ।
জনাব,
আমি দৈনিক আমার দেশের একজন শুভাকাঙ্খী পাঠক। সত্যের অকুণ্ঠ প্রকাশে আপনার অবিচলতায় সত্যিই মুগ্ধ। হলুদ সাংবাদিকতার আদলে বাংলাদেশ আজ নোংরা অপসাংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে। ৪ এপ্রিল প্রথম আলো পত্রিকায় হেফাজতে ইসলামের প্রতি ইমরান এইচের বার্তা শিরোনামে ২য় পৃষ্ঠায় একটা খবর প্রকাশ করা হয়েছে। এখানে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তার অধিকাংশ তথ্য মিথ্যা। যেই ছেলের সাথে ইমরান এইচ কথা বলেছে তার একটি সাক্ষৎকার ইমেইল করলাম (অর্থাৎ এই ভিডিওটি)। দয়া করে এর একটা বিহিত করুন। হেফাজতে ইসলামের নামে মিথ্যা অপপ্রচার রোধ করুন। গতকাল কালের কণ্ঠে যেমন মিথ্যা সংবাদ প্রচার মানুষের নিকট স্পষ্ট হয়েছে এমন একটি ব্যবস্থা নেয়ার আবেদন রইল।
যেই ছেলের ছবি প্রথম আলো ছেপেছে, তার সাথে যোগাযোগের পূর্ণ ঠিকানা নিম্নরূপ
মোহা. আবু মুসা
জামাত: মেশকাত
ছাত্র: জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, লালমাটিয়া ব্লক এফ, বিবির মসজিদ মাদ্রাসা, মুহাম্মাদপুর।
প্রয়োজনে যোগাযেগ করে যে কোন তথ্য সংগ্রহ করার অনুরোধ রইল।
প্রথম আলো এর এই বানোয়াট রিপোর্টের ব্যপারে হিফাজত ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও রাজাকারের নাতি ইমরানের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ এখনো জানানো হয় নি। এ থেকে সহজেই প্রতীয়মাণ হয় যে, রাজাকারের নাতি ইমরান ও প্রথম আলো উভয়ে সংঘবদ্ধভাবে প্রথম আলোতে মিথ্যাচার করেছে।
প্রথম আলোর রিপোর্টের কমেন্ট পড়ে কেউ বিশ্বাস করতে পারেন কিভাবে এরা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করছে???
[NB:- আমরা হিফাজত ইসলামের কর্মী বা সমর্থক নই। কিন্তু “নাস্তিক্যবাদী” প্রথম আলো পত্রিকার হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানাই।]
সূত্র- http://www.facebook.com/photo.php?v=443753895712580&set=vb.428835640537739&type=2&theater