সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৭, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৩ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্লগার আসিফ গ্রেপ্তার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্লগার আসিফ গ্রেপ্তার
৬৪৭ বার পঠিত
বুধবার ● ৩ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্লগার আসিফ গ্রেপ্তার

ব্লগার আসিফ গ্রেপ্তার।। আইসিটি সংবাদ।।

ব্লগার আসিফ মহিউদ্দীন আজ বুধবার গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসিফের বড় বোন জাহেদা মেহরুন নেছা এ প্রসঙ্গে বলেন, আহত হওয়ার পর থেকেই আসিফ সেগুনবাগিচায় তাঁর আরেক বোনের বাসায় থাকতেন। আজ ভোর থেকে পুলিশ তিনবার ওই বাসায় যায়। একপর্যায়ে পুলিশ আসিফকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে বলে। বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে যান আসিফ। প্রথমে ডিবি অফিসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে আলোচনা চলে।

পরে বেলা ২টার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, সামহোয়্যার ইন ব্লগে লেখালেখি করে আসিফ মহিউদ্দিন পরিচিতি লাভ করেন। ইসলাম ধর্ম ও রাজনীতিবিদদের নিয়ে তিনি কটাক্ষ করতেন বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরায় ব্লগার আসিফের ওপর হামলা চালানো হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে ৩১ মার্চ ডিবি পুলিশ ঢাকার শেওড়াপাড়া, যাত্রাবাড়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চার যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সাদ আল নাহিন (২৪), কাউসার (২৬), কামাল (২৩) ও নিরাপত্তাকর্মী কামাল (২৮)।

গত ১৪ জানুয়ারি রাত নয়টার দিকে উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হয়ে আসিফ প্রাণে বেঁচে গেলেও শরীরে গুরুতর কয়েকটি জখম নিয়ে দীর্ঘ সময় হাসপাতালে কাটান। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরে নিজের বাসার সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে। রাজীব হত্যা মামলায় পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে।

এর আগে ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনাকারী চক্রের সদস্য তিন ব্লগারকে সোমবার গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল মশিউর রহমান বিপ্লব (ব্লগে নাম- আল্লামা শয়তান) (৪২), রাসেল পারভেজ (অপবাক) (৩৬) ও সুব্রত শুভ (লালু কসাই)। গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডে নেয়া হয়।
সম্প্রতি গণজাগরণ মঞ্চের বিভিন্ন ব্লগারের ধর্ম বিদ্বেষী লেখার প্রতিবাদে হেফাজতে ইসলাম সরকার বিরোধী কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-মুখী লংমার্চের ঘোষণা দেয়ায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ পরিস্থিতি সামাল দেয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
গোয়েন্দা পুলিশের তিনজন এডিসির নেতৃত্বে একযোগে অভিযান চালিয়ে শেরে বাংলানগর থানাধীন ইন্দিরা রোড, মনিপুরী পাড়া ও নিউমার্কেট থানাধীন পলাশী এলাকা থেকে ওই তিন ব্লগারকে গ্রেপ্তার করেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’