মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রেফতারকৃত ৩ ব্লগারের মুক্তির দাবিতে মানববন্ধন
গ্রেফতারকৃত ৩ ব্লগারের মুক্তির দাবিতে মানববন্ধন
।। আইসিটি সংবাদ।। সুব্রত শুভসহ গ্রেফতারকৃত ৩ ব্লগারের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভসহ ৩ জনকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছে। এ কাজ মুক্ত চিন্তা-চেতনার বিরোধিতায় সরকারের অবস্থানকেই প্রমাণ করে। শাহবাগের গণজাগরণ মঞ্চের যে সকল সংগঠক তারা সকলেই মুক্ত-চিন্তা চেতনার অধিকারী। শুভ তাদেরই একজন। এভাবে বিনা ওয়ারেন্টে কেউ গ্রেফতার হতে পারেন না।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের চেয়ারপারসন সিদ্দিকা মাহমুদা।
সুব্রত শুভ ছাড়াও গ্রেফতারকৃত ব্লগাররা হলেন- মশিউর রহমান ওরফে বিপ্লব, রাসেল পারভেজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের শিক্ষক ড. সৌমিত্র শেখর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে ধর্মীয় উস্কানিমূলক নেতিবাচক লেখালেখির অভিযোগে গ্রেফতারকৃত তিন ব্লগারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকাল ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এবং নিউমার্কেট থানার পলাশী এলাকা থেকে ৩ ব্লগারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, দু’টি মডেম ও একটি এক্সর্টানাল হার্ডড্রাইভ উদ্ধার করা হয়।