সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১৭, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ওয়েবসাইট নিরাপত্তায় ৩ হাজার টাকা নিবে বিটিআরসি
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ওয়েবসাইট নিরাপত্তায় ৩ হাজার টাকা নিবে বিটিআরসি
৬২২ বার পঠিত
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়েবসাইট নিরাপত্তায় ৩ হাজার টাকা নিবে বিটিআরসি

ওয়েবসাইট নিরাপত্তায় ৩ হাজার টাকা নিবে বিটিআরসি।। আইসিটি শিল্প ও বাণিজ্য ।। বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তার বিষয় পরীক্ষা করে দেখছে বিটিআরসির গঠিত কমিটি বিডি-সিএসআইআরটি। এসব ওয়েবসাইট হ্যাকিংমুক্ত রাখতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সরকারি সংস্থার ক্ষেত্রে কমিশনের নিজ খরচে এ কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট স্ক্যানিংয়ের কাজও করে দেবে বিডি-সিএসআইআরটি।তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওয়েবসাইটপ্রতি ৩ হাজার টাকা করে ফি নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে বিডি-সিএসআইআরটির এক সদস্য বলেন, প্রতিটি ওয়েবসাইট স্ক্যান করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন পাঠানো হয়। অনেক ক্ষেত্রেই এ প্রতিবেদন কয়েক হাজার পৃষ্ঠার হয়ে থাকে। ফলে এর সঙ্গে কমিশনের ব্যয়সংশ্লিষ্ট। ফলে ওয়েবসাইট স্ক্যান করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফি নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিটি ওয়েবসাইট দুবার করে স্ক্যান করছে বিডি-সিএসআইআরটি। প্রথমবার স্ক্যান করে প্রাপ্ত ফলের ভিত্তিতে ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ করে তারা। আর এসব সুপারিশ বাস্তবায়নের পর দ্বিতীয়বার স্ক্যান করা হয়। পরে প্রথম ও দ্বিতীয় স্ক্যানের প্রাপ্ত ফল বিশ্লেষণ করা হয়।

প্রসঙ্গত, দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গত বছরের ২৫ জানুয়ারি বিটিআরসির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়, যা বিডি-সিএসআইআরটি নামে পরিচিত। ইন্টারনেটে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে এ কমিটি।

বিডি-সিএসআইআরটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান। সদস্য হিসেবে রয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক আবদুল হাকিম, র্যাংকসটেলের চিফ অপারেটিং অফিসার আবুল কালাম শামসুদ্দিন, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) হেড অব রেগুলেশন মেজর (অব.) গোলাম মুর্তজা, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের পরিচালক ডিটিআর (ইস্ট) মো. মাহবুবুর রহমান, আইএসপিএবি ভাইস প্রেসিডেন্ট সুমন আহমেদ সাবির, ম্যাঙ্গো টেলিসার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির, কিউবির হেড অব কোর আইপি অ্যান্ড ট্রান্সমিশন মির্জা তানভীর ইসলাম, বিটিআরসির উপপরিচালক (লিগাল অ্যান্ড লাইসেন্সিং) তারেক হাসান সিদ্দিক, সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) সভাপতি নাজমুল করিম ভূইয়া।
বিটিআরসি সূত্রে জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সাইট বন্ধ করে দেয়া ছাড়াও তদন্তসাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এ কমিটি। এজন্য ২০০১ সালের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৬৯ (গ) ও ৭৪ ধারা প্রযোজ্য হবে। এ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে ২ থেকে ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ থেকে ৫ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। এমনকি অপরাধের মাত্রা অনুযায়ী, উভয় দণ্ডই প্রযোজ্য হতে পারে। এছাড়া আইনের ৭৩ ধারা অনুযায়ী সাইবার অপরাধে দোষীদের বিরুদ্ধে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গেমারদের জন্য এলজি’র নতুন মনিটর
এমডব্লিউসি ২০২৫ এ ইনফিনিক্সের এআই ও ইকো-টেক উদ্ভাবন প্রদর্শন
এমডব্লিউসি ২০২৫ এ এআই ইকোসিস্টেম পণ্য উন্মোচন করলো টেকনো
রমজানে প্রবাসীদের জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ
চলছে ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার
কুমিল্লা জেলায় স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো
সার্ভিসিং২৪ অর্জন করলো আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন
ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র
আইসিটি বিভাগের কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব