বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জামায়াত - শিবিরের ব্র্যান্ড এ্যাম্বাসিডর দিপীকা পাডুকোন!!
জামায়াত - শিবিরের ব্র্যান্ড এ্যাম্বাসিডর দিপীকা পাডুকোন!!
এই সময়ের বলিউডের হার্টথ্রব নায়িকা দিপীকা পাডুকোন বাংলাদেশে জামায়াতে ইসলামী নামক দলটির ব্র্যান্ড এ্যাম্বাসিডর হিসেবে কাজ করছেন। এই বিষয়ে নিশ্চিত করেছে ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো।
দিল্লীর সঙ্গে একটি চমৎকার সম্পর্ক গড়ে তোলার জন্য দিপীকার ইমেজকে ব্যবহার করছে জামায়াত। বিনিময়ে দিপীকাও পাচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক। বিষয়টি নিয়ে মুম্বাই-দিল্লীর বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ডিনিউজ
সূত্রমতে, ডেনমার্কের কোপেনহেগেন এ জন্মগ্রহণকারী দিপীকা পাডুকোন কেবলমাত্র তার গ্ল্যামারস বা অভিনয় শৈলীই নয়; মোহনীয় ব্যক্তিত্ব ও আভিজাত্যপূর্ণ ব্যবহারের দ্বারা ইতিমধ্যেই ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবীদদের সঙ্গে চমৎকার একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন জোট, বিরোধী বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় প্রভাবশালী অথচ ক্লিন ইমেজের অধিকারী রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে দিপীকার রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্কের কথা দিল্লী-মুম্বাইয়ের সংশ্লিষ্ট সকলেই জানেন। কিন্তু এ নিয়ে এ যাবৎ কোনো স্ক্যান্ডাল না হবার কারণে সবাই ধরে নিয়েছে যে দিপীকা অন্য আর দশটা নায়িকার মতো নন এবং যথেষ্ট প্রভাবশালী।
সাম্প্রতিককালে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কাজে ব্যাপক সময় দিচ্ছেন দিপীকা। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড এ্যামবাসাডর হিসেবে কাজ করছেন, যাদের কিনা ভারতের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এরই ধারাবাহিকতায়, ইদানিং দিপীকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দিল্লীর বিভিন্ন উঁচু মহলে একাধিক বৈঠক করেছেন বলে ঢাকার কূটনৈতিক সূত্রটি নিশ্চিত করেছে।