বুধবার ● ৫ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » গুগল ১০ কোটি ডলারের কন্টেন্ট যোগ করছে ইউটিউবে
গুগল ১০ কোটি ডলারের কন্টেন্ট যোগ করছে ইউটিউবে
ইউটিউবে নতুন চ্যানেল যোগ করতে যাচ্ছে গুগল। এজন্য বিনিয়োগ করছে ১০ কোটি ডলার। ওয়ার্নার ব্রস, নিউজ কপোরআরেশন ইত্যাদি খ্যাতনামা মিডিয়া কোম্পানীর সাথে এরই মধ্যে চুক্তি হয়েছে। দি অফিস, আগলি বেটি এর মত জনপ্রিয় ভিডিও যোগ হতে যাচ্ছে ইউটিউবে। এগুলির সাথে বিজ্ঞাপন থেকে যা আয় হবে তার ভাগ পাবে কোম্পানীগুলি।
ইউটিউব অত্যন্ত জনপ্রিয় হলেও আমাজন-নেটফ্লিক্স এর সম্মিলিত চেষ্টায় তাদেরকেও নিয়মিত নতুন বিষয় যোগ করতে হচ্ছে। গত সপ্তাহে আমাজনের কিন্ডলে ফায়ার এর ঘোষনা দেয়ার সময় জানানো হয়েছে ব্যবহারকারী বছরে ৭৯ ডলার দিয়ে ১১ হাজার মুভি এবং টিভি শো দেখার সুযোগ পাবেন।