বুধবার ● ২৭ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টারনেট এর মূল্য কমাতে বেসিস-এর উদ্যোগ
ইন্টারনেট এর মূল্য কমাতে বেসিস-এর উদ্যোগ
।। আইসিটি সংবাদ ।। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার বিশেষ করে গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহার সম্প্রসারণে এর মূল্য উল্লেখযোগ্য হারে কমানোর জন্য বিটিআরসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন বেসিস নেত্রীবৃন্দ।
বেসিস- এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ২৫ মার্চ ২০১৩, বিকেল ৩-০০টায় বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সাথে তাঁর অফিসে সাক্ষাত করে এ প্রস্তাব দেন ।
এসময় বেসিস নেতৃবৃন্দ তরুণ আইটি উদ্যোক্তা বিশেষ করে মোবাইল ফোন কনটেন্ট ও ভ্যালু অ্যাডেড সার্ভিস (ঠঅঝ) প্রোভাইডারদের জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিটিআরসি’র প্রত্যক্ষ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
বেসিস-এর পক্ষ থেকে এসময় বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন।