মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৩
প্রথম পাতা » উম্মুক্ত মঞ্চ » গুগলের অবহেলা ? নাকি জাতির ব্যর্থতা !
গুগলের অবহেলা ? নাকি জাতির ব্যর্থতা !
৷৷খোলা মঞ্চ ৷৷ বিশ্বব্যাপী গুগল আজকের দিন সেজেছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতীক নিয়ে সারা বিশ্ব দেখবে আমাদের অর্জন, জানবে আমাদের স্বাধীনতা গৌরব ইতিহাস উত্তেজনায়, আবেগে দেশ প্রেমে, জাতি হিসেবে অহংকারে গর্বে বুক ভরে গিয়েছিল কিন্তু বিশ্বব্যাপী নয় গুগল সেজেছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য । গুগল কি বাংলাদেশের অনলাইন সচেতন তরুন প্রজন্মের কথা ঠিকভাবে রাখল ? না রাখতে পারেনি । স্বাধীনতার প্রতীকে গুগল ডুডলটি আজকের দিনের জন্য শুধুমাত্র দেখা যাচ্ছে গুগলডট কম ডট বিডি ওয়েব ঠিকানায় আর বিশ্বব্যাপী গুগলকে দেখা যাচ্ছে ভিন্ন ভাবে । দেখার জন্য লিঙ্ক এ ক্লিক করুন গুগলডট কম ওয়েব ঠিকানায় । যার কারনে বাংলাদেশকে বিশ্বব্যাপী জানাতে আমাদের যে প্রত্যাশা ছিল তা সম্পুরনভাবে পূরণ হয় নি । বিশ্বের অনেক ছোট ছোট ইস্যু যা আজ বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে । তবে বাংলাদেশের এতো লাখ লাখ মানুষের জীবন দিয়ে যে স্বাধীনতার গৌরব অরজন করলো তা কেন বিশ্বের ইতিহাসে জায়গা করে নিতে পারবেনা ? স্বাধীনতা অর্জন করলো দেশের বীর মুক্তিযোদ্ধারা আর এটি রক্ষা করার দায়িত্ব দেশের সকল তরুন প্রজন্মের । বাঙালী এই জাতি কখনো হারেনি , হারতে জানেনা । তাই আজ হয়তো গুগল হোম পেজে বিশ্বব্যাপী আমাদের স্বাধীনতার প্রতীক স্থান পায়নি । তবে দেশের তরুন প্রজন্মের চেষ্টায় শুধুমাত্র গুগল নয় আরও অনেক প্রতিষ্ঠানের কাছে একদিন আমাদের এই অর্জন স্থান পাবে । -( এস এম জুবায়ের )