মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » গুগল সাজলো বাংলাদেশী সাজে !
গুগল সাজলো বাংলাদেশী সাজে !
৷৷ডিজিটাল বাংলা ৷৷ আজ ২৬ মার্চ । আমাদের স্বাধীনতা দিবস । দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৪২তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিন থেকে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল মহান বিজয়। সে বিজয়ে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন বাংলাদেশ । আজকের এই দিনে ঠিক আরেকটি মাইফলক অর্জন করতে সমর্থ হয়েছে দেশপ্রেমী অনলাইন সচেতন তরুন প্রজন্ম । তাদের কল্যাণে গুগল যেন আজ সেজেছে অনলাইনময় এক বাংলাদেশে । বিশ্বের শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল বিশেষ কোন দিনের জন্য তার লোগো পরিবর্তন করে থাকে । সেই সূত্র ধরে আজকের এই দিন গুগল ডুডল সেজেছে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক নিয়ে । সুতরাং আজকের দিনটির জন্য গুগল শুধুই বাংলাদেশময় । গুগলের কল্যাণে আজ দেশব্যাপী দেখবে এক স্বাধীন বাংলাদেশকে । তাই আজ দেশী সাজে দেখুন গুগলকে । গুগলকে দেখুন