বুধবার ● ৫ অক্টোবর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবশেষে উইন্ডোজ এক্সপিকে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ৭
অবশেষে উইন্ডোজ এক্সপিকে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ৭
উইন্ডোজ এক্সপি রিলিজ দেয়া হয়েছিল ১০ বছরের বেশি আগে। এরই মধ্যে মাইক্রোসফট এর সমস্ত কাজ এবং সাপোর্ট বন্ধ করে দিয়েছে। মুলত এটা বাতিল সফটঅয়্যার। তারপরও গত ১০ বছর ধরে বাজারে শীর্ষস্থান দখল করে রেখেছিল এই অপারেটিং সিষ্টেম। ভিসতা তাকে সরাতে পারেনি, উইন্ডোজ ৭ বাজারে আসার পরও র্দীসময় পর অবশেষে ব্যবহারের দিক থেকে এক্সপিকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।
অক্টেবরের হিসেবে দেখা গেছে উইন্ডোজ ৭ এর বর্তমান ব্যবহার ৪১ শতাংশ এবং এক্সপি ৪০ শতাংশ। ভিসতার ব্যবহার ১১ শতাংশ এবং ম্যাক ব্যবহার ৭ শতাংশ।
বর্তমানে ব্যবহারকারীরা ইচ্ছে করলে উইন্ডোজ ৮ (মাইক্রোসফট এখনো এর নাম দেয়নি) ইনষ্টল করে দেখতে পারেন। একে তৈরী করা হয়েছে ট্যাবলেট ব্যবহারের কথা মাথায় রেখে। ধারনা করা হয় বছরখানেক পর এটা বাজারে ছাড়া হবে। উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ৬ এ যাওয়ার কাজটি জটিল। সেকারনে ধরে নেয়া হচ্ছে উইন্ডোজ ৭ বাজারে অবস্থান করবে আগামী কয়েক বছর।