মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » অনলাইন ডেটিং এর সাইট কাপল
অনলাইন ডেটিং এর সাইট কাপল
অনলাইন ডেটিং এর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ সাইট কাপল এক বছর পূর্ণ করেছে । এই এক বছরে সাইটটির গ্রাহকসংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
সাইটটির মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে মনের ভাব আদানপ্রদান, জরুরি তথ্য মনে করিয়ে দেয়া, নিজেদের ছবি আপলোডসহ এমন আরো অনেক বিষয় শেয়ার করা যায়। এত গোপনীয়তা বজায় রেখে ব্যক্তিগত বিষয় ফেসবুক বা পাথে মাধ্যমে শেয়ার করা যায়না। সাইটটি শুরু হওয়ার প্রথম কয়েক দিনেই ১০ লাখের বেশি বার্তা আদানপ্রদান হয়েছিল।
প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, বিশ্বের ৮০টিরও বেশি দেশে এর গ্রাহক থাকলেও যুক্তরাষ্ট্রে সাইটটির গ্রাহকসংখ্যা সর্বোচ্চ। এছাড়া ইউরোপ ও এশিয়ায়ও সাইটটির গ্রাহকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ডুয়েট, বিটুইন, অ্যাভোকাডোর মতো সাইটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কাপল আজকের অবস্থানে এসেছে। কোম্পানিটি এ পর্যন্ত ক্রাঞ্চফান্ড, সিবি অ্যাঞ্জেল, ফাউন্ডার কালেকটিভসহ এমন আরো প্রতিষ্ঠান থেকে ৪২ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে।
তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান টেন্থবিট এই সাইটটি তৈরি করেছে। যুক্তরাজ্যভিত্তিক সেবা কাপলকে (Cupple) কেনার আগে সাইটটি পেয়ার নামে পরিচিত ছিল। সাইটটির ঠিকানা - http://couple.me