বুধবার ● ৫ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » জেভিসি ভিডিও-ষ্টিল হাইব্রিড ক্যামেরা
জেভিসি ভিডিও-ষ্টিল হাইব্রিড ক্যামেরা
জেভিসি নতুন একটি ভিডিও-ষ্টিল হাইব্রিড ক্যামেরার ঘোষনা দিয়েছে যেখানে প্রফেশনাল মানের ভিডিও এবং উচুমানের ষ্টিল ছবি পাওয়া যাবে। জিসি-পিএক্স ১০ মডেলের ক্যামেরায় ভিডিও করা যাবে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০/৬০পি, ষ্টিল ছবি পাওয়া যাবে সেকেন্ডে ৩০০ ফ্রেম।
এর মুলে রয়েছে তাদের থ্রিডি এইচডি ক্যামেরায় ব্যবহার করা ফ্যালকনব্রিড ইমেজিং সেন্সর। সেকেন্ডে ৩৬ মেগাবিট/সে ডাটা রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরা। ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করার সময় ৮.৩ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। এর সেন্সর ১২.৭৫ মেগাপিক্সেল ব্যাক-ইল্যুমিনেটেড সিমোস। সাধারনভাবে ষ্টিল ছবি পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল (৪০০০-৩০০০ পিক্সেল)।
ক্যামেরার আইএসও ৬৪০০ কম আলোতেও ছবি উঠানোর উপযোগি। ১০এক্স অপটিক্যাল জুম (১৯এক্স ডায়নামিক জুম) কনিকা মিনোল্টা এইচডি লেন্স ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। ডিজিটাল জুমসহ হিসেব করলে ৬৪এক্স। কে-২ প্রযুক্তির উচুমানের শব্দ রেকর্ড করা যাবে ভিডিওর সাথে। ডিসপ্লে হিসেবে আছে ৩ ইঞ্চি টিল্ট টাচপ্যানেল এলসিডি। টিভির সাথে সংযোগ দেয়ার জন্য মিনি এইচডিএমআই পোর্ট।
ক্যামেরার ভেতরেই ৩২ গিগাবাইট মেমোরী রয়েছে। এছাড়া এসডিএক্সসি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
অন্যান্য সুবিধের মধ্যে ইন্টেলিজেন্ট অটো, ফেস রিকগনিশন, স্মাইল মিটার ইত্যাদি ফিচার রয়েছে।
এমাসেই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ৯০০ ডলার।