সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৮, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ২২ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ছুটির দিন মেলায় দর্শকদের ভিড়
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ছুটির দিন মেলায় দর্শকদের ভিড়
৫৬৯ বার পঠিত
শুক্রবার ● ২২ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছুটির দিন মেলায় দর্শকদের ভিড়

ছুটির দিন মেলায় দর্শকদের ভিড়।। আইসিটি  সংবাদ ।। মেলার ৭ম দিন শুক্রবার ছুটির দিন মেলায় ছিলো দর্শকদের ভিড়। তবে এ দিনেও মেলায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ছিলো শোকাবহ পরিবেশ। অন্যান্যবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণে রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়। মেলায় আজ অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিশুরা অংশ নেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব। প্রতিযোগিতায় গ্র”প-এ’তে প্রথম হয়েছে ফায়িনা জাহান অর্পিতা, দ্বিতীয় হয়েছে ইয়াজউদ্দীন আহমদ রুপন এবং তৃতীয় হয়েছে ওয়ারিশা বিনত বশীর। গ্র”প-বি’তে প্রথম হয়েছে মুবাশ্বির রহমান সিদ্দিকি (স্বচ্ছ), দ্বিতীয় হয়েছে নবনীতা হালদার (অথী) ও তৃতীয় হয়েছে তানশা মামহা। গ্রুপ-সি’তে প্রথম হয়েছে আনিকা তাহসীন (বর্ষা), দ্বিতীয় হয়েছে তৌসিফ হোসেন এবং তৃতীয় হয়েছে শাজনীম তাসনিম বৃষ্টি। এছাড়া বিশেষ প্রতিবন্ধি গ্রুপে প্রথম হয়েছে আসিফ হাসান অনি এবং দ্বিতীয় হয়েছে মোস্তাফিজুর রহমান। বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপন, মেলার আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এন এম কামরুজ্জামানসহ বিসিএস কম্পিউটার সিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে পণ্যে মূল্য ছাড় ও উপহার

স্যামসাং ল্যপটপের সাথে থাকছে আকর্ষনীয় অফার, প্রতিটি ল্যাপটপের সঙ্গে থাকছে আকষনীয় টি শাট চারটি মডেলের সাথে থাকছে ক্যাচকার্ড। এই অফার গুলো চলবে মেলা চলাকালীন সময় পর্যন্ত। বেলকিনের যে কোন পণ্য কিনলেই রয়েছে বিশেষ মূল্যছাড়। ই-স্কান ইন্টভাইরাস কিনলেই পাওয়া যাবে ৮গিগাবাইট পেনড্রাইভ। এইচপি যে কোন ব্যান্ডের ল্যাপটপ কিনলেই সাথে পাওয়া যাবে ব্লুটুথ মাউস, টি শার্ট। ইনসোর্স বাংলাদেশ এনসিআরের টোনার কার্ট্রিজের সঙ্গে বিনা মূল্যে এক প্যাকেট ‘ডবল এ’ কাগজ দিচ্ছে। মেলায় জে এ এন অ্যাসোসিয়েটস বিভিন্ন ক্যামেরায় দিচ্ছে ছাড়। এছাড়াও ক্যানন প্রিন্টারে রয়েছে ছাড় সুবিধা। এছাড়া ফুজিফিল্ম ক্যামেরায়ও পাওয়া যাচ্ছে ছাড় সুবিধা। মেলায় বাংলালায়ন ৯৫০ টাকায় ফোরজি মডেম বিক্রি করছে। সঙ্গে ইন্টারনেট বান্ডেল অফার দেওয়া হচ্ছে। ২১ হাজার টাকায় নেটবুক, ৯ হাজার টাকায় ডিজিটাল ক্যামেরা আর ১১ হাজার টাকায় ট্যাবলেট পিসি পাওয়া যাচ্ছে। মেলায় ক¤িপউটার সোর্স প্রোলিংক হ্যান্ডি রাউটার, অ্যান্টেক, করসায়ার এবং রেজার ব্র্যান্ডের ফুল গেমিং ডিভাইস এর পাশাপাশি লজিটেক ব্র্যান্ডের তারহীন প্রযুক্তির কী-বোর্ড, মাউসে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের সাথে ফ্রি দেয়া হচ্ছে একটি মাউস অথবা টি শার্ট। মেলায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বিশেষ মূল্যে দিচ্ছে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার। এছাড়া মেলার কেন্দ্রীয় মঞ্চে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন
শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
ব্লু-ভোল্ট ব্যাটারিতে ভিভো এক্স২০০
নতুন “ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ-২০২৪” মানবাধিকার লঙ্ঘনের নতুন হাতিয়ার