শনিবার ● ২৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফেসবুকের আবহাওয়ার পূর্বাভাস সেবা
ফেসবুকের আবহাওয়ার পূর্বাভাস সেবা
।। আইসিটি সংবাদ ।। বৃহস্পতিবার ফেসবুক নতুন একটি পূর্বাভাস সেবা চালু করছে । এ সেবার মাধ্যমে
আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে সামাজিক যোগাযোগের শীর্ষ সাইট ফেসবুকে।
প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট স্থানকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ সেবা।মূলত, ফেসবুকের একটি জনপ্রিয় সেবা ফেসবুক ইভেন্ট ব্যবহারকারীদের সুবিদার জন্য আতি করা। কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে আয়োজক ফেসবুকের ইভেন্টসেবার মাধ্যমে তা অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে পারেন। নতুন পূর্বাভাসসেবা অনুষ্ঠানের ১০ দিন আগে থেকে সে স্থানের আবহাওয়ার প্রয়োজনীয় হালনাগাদ তথ্য নির্দিষ্ট ইভেন্ট পেজে স্বয়ংক্রিয়ভাবে দিতে থাকবে।
রেইনকোট কিংবা ছাতা ছাড়া খোলা মাঠে একটি অপ্রিয় পরিস্থিতির হাত থেকে গ্রাহকদের বাঁচিয়ে দিতে পারে এ সেবা।