শুক্রবার ● ২২ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ভার্চুয়াল মুদ্রায় বাড়ি বিক্রি !!!
ভার্চুয়াল মুদ্রায় বাড়ি বিক্রি !!!
।। আইসিটি বিশ্ব ।। প্রথম ব্যক্তি হিসেবে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বিনিময়ে বাড়ি বিক্রি করতে যাচ্ছেন একজন কানাডীয় নাগরিক। ৪ লাখ ৫ হাজার কানাডিয়ান ডলার বা তার সমতুল্য বিটকয়েন মূল্যে বাংলোটি বিক্রি করবেন বলে জানান আলবার্ট নামের ওই ব্যক্তি। বিটকয়েনে এমন আরো সম্পত্তি বিক্রি করবেন বলে জানান তিনি।বিটকয়েন হচ্ছে একটি ভার্চুয়াল মুদ্রাব্যবস্থা। ৩৭ ইউরোকে এক বিটকয়েনের সমতুল্য ধরা হয়। অন্যান্য মুদ্রাব্যবস্থার মতো বিটকয়েনের ওপর কোনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। লেনদেনের জন্য বিটকয়েনের ফি তুলনামূলক কম হওয়ায় এর গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে।
২০০৯ সালে চালু হওয়ার পর থেকে বিটকয়েন গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। অস্ট্রেলিয়ান ওয়েবসাইট উইকিলিকস বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন অনুদান গ্রহণ করে থাকে। ক্রমবর্ধমান ওয়েব স্টোর ও অনলাইন ফার্মগুলোও বিটকয়েনে লেনদেন শুরু করেছে। বিটকয়েনের সর্বজনীনতা বৃদ্ধির ফলে ডিজিটাল জগত্ থেকে বাস্তবজগতেও এর ব্যবহার বাড়ছে।