শনিবার ● ২৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অ্যাপোলো ১১-এর ধ্বংস হওয়া ইঞ্জিন উদ্ধার
অ্যাপোলো ১১-এর ধ্বংস হওয়া ইঞ্জিন উদ্ধার
।। আইসিটি বিশ্ব ।। বিখ্যাত মহাকাশযান অ্যাপোলো ১১-এর ধ্বংস হওয়া ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। ফক্স নিউজ সূত্র মতে, সাগরের ১৪ হাজার ফুট গভীর তলদেশ থেকে তুলে আনা হয় বিখ্যাত এই মহাকাশযান -এর ইঞ্জিন এফ ওয়ানের অবশিষ্টাংশ। অনলাইন রিইটেইলিংয়ে শীর্ষ প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসের উদ্যোগে এটি তোলা হয়েছে। অ্যাপোলো ১১তে করেই প্রথম মানুষ হিসেবে চাঁদে নেমেছিলেন নিল আর্মস্ট্রং। ইঞ্জিন উদ্ধার অভিযানটি পরিচালনা করে বেজসের ‘বেজস এক্সপেডিশনস’।এ উদ্ধার অভিযানের অর্থায়ন করেন জেফ বেজস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভারাল উপকূলীয় অঞ্চল থেকে অ্যাপোলো ১১-এর দুটি ইঞ্জিনের অধিকাংশই তুলে আনতে সক্ষম হন বিশেষজ্ঞরা। গত বুধবার ইঞ্জিনটি সফলভাবে উদ্ধারের ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে বেজস এক্সপেডিশনসের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছেন অ্যামাজন সিইও। এ অভিযানে সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনকে (নাসা) ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ইঞ্জিনগুলো নাসারই সম্পত্তি।