শনিবার ● ২৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ব্রিকসের সাবমেরিন ক্যাবল স্থাপন শুরু হচ্ছে
ব্রিকসের সাবমেরিন ক্যাবল স্থাপন শুরু হচ্ছে
।। আইসিটি বিশ্ব ।। ২০১৪-এর প্রথমদিকেই ব্রিকসের সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হবে। বিজনেস টেক-এ প্রকাশিত এক সংবাদে বলা হয় সাগর তলদেশের নতুন এ ক্যাবলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।এ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত প্রতিষ্ঠান ইমফানজের প্রধান নির্বাহী কর্মকর্তা থিলেন চেত্তি বলেন, ‘১২ দশমিক ৮ টেরাবাইট গতির ৩৪ হাজার কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার ক্যাবল বসাতে খরচ পড়বে ৭৫ কোটি থেকে ১২০ কোটি ডলার।’ তিনি জানান, মার্চের শেষে ডারবানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের শীর্ষ সম্মেলনে প্রকল্পটির জন্য সদস্য দেশগুলোর কাছে সাহায্য চাওয়া হতে পারে।
প্রকল্পের কাজ সম্পর্কে থিলেন জানান, প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও তুনজিনিতে ক্যাবলটির দুটি ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হবে। বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের পর দেশটির অন্য দুটি নগর পোর্ট এলিজাবেথ ও ইস্ট লন্ডনেও ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হতে পারে। ২০১৫ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, ভারতের দিল্লিতে ২০১২ সালের মার্চে এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে ব্রিকস ক্যাবল প্রকল্পের যাত্রা শুরু হয়।