সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » টেলিটকের আয় ৮৭ ভাগ বেড়েছে
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » টেলিটকের আয় ৮৭ ভাগ বেড়েছে
৬১৪ বার পঠিত
শনিবার ● ২৩ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেলিটকের আয় ৮৭ ভাগ বেড়েছে

টেলিটকের আয় ৮৭ ভাগ বেড়েছে।। আইসিটি শিল্প ও বাণিজ্য ।।
গত চার বছরে টেলিটক একটি লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম ও ফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে টেলিটক। গ্রাহকদের উন্নত সেবা দিতে নেটওয়ার্ক উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এমনই দাবি করলেন টেলিটকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

সাম্প্রতিক সময়ে নতুন নতুন সেবা চালু ও নেটওয়ার্ক উন্নয়ন করায় প্রতিষ্ঠানটির আয় বেড়েছে । টেলিটক সূত্রে জানাযায় রাষ্ট্রায়ত্ত একমাত্র সেলফোন অপারেটর টেলিটকের আয়ের প্রবৃদ্ধি গত চার অর্থবছরে ৮৭ শতাংশের বেশি।

সূত্রমতে, ২০০৮-০৯ অর্থবছরে টেলিটকের মোট আয় হয়েছিল প্রায় ১৮৯ কোটি ৭৬ লাখ টাকা। পরের অর্থবছর এ আয় বেড়ে দাঁড়ায় প্রায় ২২৭ কোটি ৮০ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছর টেলিটক আয় করে ২৯৮ কোটি ৫২ লাখ টাকার বেশি। আর ২০১১-১২ অর্থবছরে মোট ৩৫৫ কোটি ৯২ লাখ টাকা আয় করে।

মূলত সংযোগ, আন্তঃঅপারেটর রাজস্ব, রোমিং সেবা ও ট্রাফিক রাজস্ব- এ চার খাত থেকে এ আয় করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় আসছে ট্রাফিক রাজস্ব থেকে। ২০১১-১২ অর্থবছরে প্রতিষ্ঠানটি এ খাত থেকে আয় করেছে প্রায় ৩২৯ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের অর্থবছর ট্রাফিক রাজস্ব হিসেবে ২৭৫ কোটি ২৮ লাখ টাকা আয় করে।
প্রতিষ্ঠানটির সংযোগ রাজস্বের পরিমাণও গত চার বছরে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে এ খাত থেকে ৫ কোটি ৯০ লাখ টাকা আয় করে টেলিটক। আর ২০১১-১২ অর্থবছরে সংযোগ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয় ১১ কোটি ১২ লাখ টাকার বেশি। এছাড়া রোমিং রাজস্বও বেড়েছে টেলিটকের। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ৪২ লাখ টাকা, সেখানে ২০১১-১২ অর্থবছরে এ আয় দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬২ হাজার টাকা।

তবে প্রতিষ্ঠানটির আয়ের অন্যতম খাত আন্তঃঅপারেটর খাত থেকে আয়ের পরিমাণ কমেছে। গত চার বছরে এ খাতে আয় কমেছে প্রায় ৩৭ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে এ খাত থেকে টেলিটকের আয় ছিল ২৩ কোটি ২৫ লাখ টাকা। আর ২০১১-১২ অর্থবছরে আন্তঃঅপারেটর রাজস্ব বাবদ প্রতিষ্ঠানটির আয় কমে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে গত বছর ৩৫ দশমিক ৪৬ হারে গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে টেলিটকের। ২০১২ সালে টেলিটকের নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি শেষে টেলিটকের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১৬ লাখ।
প্রসঙ্গত, ২০০৫ সালের মার্চে ৬৩৪টি বেজ ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস) নেটওয়ার্ক নিয়ে যাত্রা করে টেলিটক। বর্তমানে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে রয়েছে ১ হাজার ৭২৫টি বিটিএস। ২০১২ সালের ১৪ অক্টোবর দেশে থ্রিজি প্রযুক্তির পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা কার্যক্রম চালু করে টেলিটক। আর থ্রিজি সেবা প্রতিষ্ঠানটির গ্রাহক বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রায় ১ লাখ গ্রাহক এ সেবা গ্রহণ করছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শেষ হলো জনসংযোগ কর্মকর্তাদের ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাঠাও এর বাংলা ফুড ফেস্ট
বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি
সফোস’র ২০২৫ সালের অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট প্রকাশ
শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জহরত আদিব চৌধুরী
বিটিআরসিতে ইউনিভার্সেল একসেপ্টেন্স ডে-২০২৫ উদযাপিত: উন্মোচিত হলো .বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি
প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি