বুধবার ● ২০ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মলে বিসিএস
বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মলে বিসিএস
বিশ্বের তৃতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম শপিং ও বিনোদন কেন্দ্র যমুনা ফিউচার পার্কের ৫ম তলায় বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে গড়ে উঠবে দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার মার্কেট। ২০ মার্চ, বুধবার বেলা ৪টায় যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ কম্পিউটার সমিতির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তিপত্র যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব মো: নুরুল ইসলাম এবং বিসিএস এর পক্ষে বিসিএস এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: মঈনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিপত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব জনাব মো: শাহিদ-উল-মুনীর ও পরিচালক জনাব মো: ফয়েজউল্যাহ খান, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: শামীম ইসলাম ও পরিচালক মার্কেটিং, সেল্স এন্ড অপারেশন্স ড: মোহাম্মদ আলমগীর আলম উপস্থিত ছিলেন।