সোমবার ● ১৮ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আমেরিকা সাইবার হামলায় চীনের অস্বীকার
আমেরিকা সাইবার হামলায় চীনের অস্বীকার
আমেরিকায় সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন । আরআইআরবি এর সূত্রমতে, ১৭ মার্চ রোববার সংসদ অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে চীনের নতুন প্রধানমন্ত্রী লী কেকিয়াং আমেরিকার এই অভিযোগ নাখোচ করে দেন। তিনি বলেন, ‘চীন সাইবার হামলা সমর্থন করে না। বেইজিং এ ধরনের তৎপরতার বিরোধী।’ আমেরিকাকে উদ্দেশ করে চীনা প্রধানমন্ত্রী বলেন, বেইজিং-র বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করবেন না। কারণ চীন নিজেই সাইবার হামলার বড় শিকার।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, চীনের সেনাবাহিনী আমেরিকার ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, ‘এর কিছু কিছু হুমকির সঙ্গে পুরোপুরি সরকার জড়িত। কিছু হুমকি আসছে রাষ্ট্র থেকে, আর কিছু কিছু হুমকি সৃষ্টি করছে অপরাধীরা। এ ব্যাপারে আমরা চীনসহ অন্য সব দেশকে সতর্ক করেছি। কারণ আন্তর্জাতিক আইন সবারই মেনে চলা উচিত।