সোমবার ● ১৮ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অনলাইনে সন্ত্রাসী না খুঁজতে যুক্তরাষ্টকে আদেশ
অনলাইনে সন্ত্রাসী না খুঁজতে যুক্তরাষ্টকে আদেশ
অনলাইনে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য এফবিআইর জারি করা ন্যাশনাল সিকিউরিটি লেটার (এনএসএল) বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে আদেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি জেলা আদালত।
বিচারক সুসান ইলসটনের দেয়া এক রুলিংয়ে বলা হয়, এনএসএল অনলাইনে ব্যক্তি স্বাধীনতা খর্ব করছে; যা মার্কিন সংবিধানের পরিপন্থী। অবশ্য এই বিচারক জানান, তার রুলিংটি আপাতত স্থগিত থাকবে; কারন তিনি নিশ্চিত যে, সরকার এর বিরুদ্ধে আপিল করবে। সূত্র- দ্য নেক্সট ওয়েব