শুক্রবার ● ১৫ মার্চ ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘হিগস বোসন’ কনার সন্ধান !
‘হিগস বোসন’ কনার সন্ধান !
বিজ্ঞানীদের বহুকাঙ্ক্ষিত সেই ঈশ্বরকণার খোঁজ মিলেছে ! বিজ্ঞানীদের কাছে ‘হিগস বোসন’ নামে পরিচিত এই কণার অস্তিত্ব প্রমাণ করার জন্য বহু গবেষণা চলছে বছরের পর বছর ধরে। এর আবিষ্কারকে ঘিরে বিতর্কও রয়েছে। ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা সার্নের দাবি, ২০১২ সাল থেকে সংগৃহীত সব তথ্যই বলছে, গত বছর যে কণাটির খোঁজ তাঁরা পেয়েছিলেন, সেটিই ঈশ্বরকণা। সুইজারল্যান্ডের জেনেভায় সার্নের গবেষণাকেন্দ্রে সংস্থাটির পদার্থবিজ্ঞানী জো ইনক্যানডেলা গতকাল বৃহস্পতিবার বললেন, ‘এটা পরিষ্কার যে আমরা এখন হিগস বোসন নিয়েই কাজ করছি। কিন্তু এটি কী ধরনের হিগস বোসন, তা এখনো নিশ্চিত নই। যে হিগস বোসন নিয়ে এত কথা, তা আসলে কী? আর এর গুরুত্বই বা কী? মহাবিশ্বের উৎপত্তির পর সবকিছুই ছিল শক্তি হিসেবে। কোনো কিছুর ভর ছিল না। কণিকাগুলোই একসময় ভর অর্জন করে। এসব কণিকার ভর না থাকলে পৃথিবীর মতো গ্রহ থাকত না। বস্তুজগৎ বা আমরাও থাকতাম না।’ রয়টার্স।