বুধবার ● ১৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘সিটিআইটি ২০১৩’ আজ শুরু
‘সিটিআইটি ২০১৩’ আজ শুরু
বাংলাদেশের প্রথম কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটিতে আজ ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী কম্পিউটার মেলা ‘সিটিআইটি ২০১৩’ । এ মেলার বিশেষত্ব হচ্ছে এখানে প্রযুক্তি পণ্য প্রদর্শনের পাশাশি সাশ্রয়ী দামে প্রায় সব ধরনের প্রযুক্তি পণ্য কেনা যায়।
দুপুর ১২:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি এবং বিশেষ অতিথি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্ধোধন করবেন। এছাড়াও মেলার সম্মানীত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও এস এম ই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব আফতাব-উল-ইসলাম উপস্থিত থাকবেন।
প্রদর্শনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজনক কমিটি। বিগত মেলার তুলনায় এবারের মেলাকে আরও বর্ণিল এবং দর্শকবান্ধব করে তুলতে বিশেষ মূল্যছাড় দিচ্ছে । এ ছাড়াও মেলাতে বেশ কিছু নতুন পণ্য আসবে । ১৩ মার্চ বুধবার সকাল ১১টায় আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির অফিসে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান এবারের মেলার আহ্বায়ক এএনএম কামরুজ্জামান ।
এবারের মেলার থিম নির্ধারণ করা হয়েছে ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’
বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সু-সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকবে সেলিব্রেটি শো। অন্যান্য বারের মত এবার ও রয়েছে বেশ কিছু প্রতিযোগিতা যার মধ্যে রয়েছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ। রক্তদান কর্মসূচি সহ বেশ কিছু ভিন্নধর্মী আয়োজনও রয়েছে এ মেলায় ।
প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় সব প্রযুক্তিপণ্যের পুরস্কার।
‘সিটিআইটি ফেয়ার ২০১৩’ আয়োজনের প্ল্যাটিনাম স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন কমিউনিকেশন।এ ছাড়া আসুস, ক্যাসপারস্কি, স্যামসাং এবং জেরক্স থাকছে গোল্ড স্পন্সর হিসেবে।
এ প্রদর্শনীর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সরাসরি কাজ করবে বাংলানিউজ২৪.কম। এ ছাড়াও আছে ইত্তেফাক, এটিএন বাংলা এবং এবিসি রেডিও।
সাধারণ দর্শনার্থীদের প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রদর্শনীতে প্রবেশের অগ্রাধিকার পাবেন।
ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির এই মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদর্শনীর অভ্যর্থনা সাব কমিটির মজিবুর রহমান স্বপন, স্পন্সর সাব কমিটির আকতার হোসেন খান, মিডিয়া সাব কমিটির মোঃ রফিকুল আলম, ডিসিপ্লিন সাব কমিটির মোঃ মজহারুল ইমাম সিনা, অবকাঠামো/লজিষ্টিক সাব কমিটির নাজমুল আলম ভূইয়া জুয়েল, অর্থ সাব কমিটির মোঃ মনজুরুল হক মোমিন, প্রোগ্রাম/ম্যানেজমেন্ট সাব কমিটির মোঃ আল মামুন খান, প্রচার সাব কমিটির মোঃ রফিকুল ইসলাম, প্রাইজ সাব কমিটির এ.কে.এম. আতিকুর রশীদ, উদ্বোধনী সাব কমিটির মোঃ জিয়াউল হাসান ছিদ্দিক এবং ক্লোজিং সাব কমিটির মোঃ জাহিদুল আলমসহ অনেকে।