বুধবার ● ১৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তির প্রয়োগেই দারিদ্র দূরীকরণ করতে হবে
প্রযুক্তির প্রয়োগেই দারিদ্র দূরীকরণ করতে হবে
৷৷আইসিটি সংবাদ ৷৷
জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নিযেছে। তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের প্রসার ঘটানোর মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, দক্ষ মানব সম্পদ রপ্তানী এবং তথ্য প্রযুক্তির আন্তর্জাতিক বাজারের সফলতা অর্জনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করে তুলতে আইসিটি মন্ত্রণালয়ের বিরামহীন প্রয়াস অব্যাহ রেখেছে। প্রযুক্তি প্রয়োগের মাধ্যমেই দারিদ্র দূরীকরণ করতে হবে।
১২মার্চ বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের(বিসিসি) কনফারেন্স কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ প্রেজেন্টেশন’-এ প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রেজেন্টশন পেপার উত্থাপন করেন গ্রামিন সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক ও মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ব্যবসায়িক নীতি নির্ধারণ কমিটির সদস্য আজিজ ইউ আহমেদ। আরও উপস্থিত ছিলেন বিসিসি’র নির্বাহী পরিচালক এস.এম আশফাক হুসেন, গ্রামিন সলিউশনস এর চিফ অপারেটিং অফিসার আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গ্রামিন সলিউশনস, বিসিসি ও আইসিটি মন্ত্রণালয় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।