মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কম্পিউটার নিরাপত্তা বিষয়ক সফটওয়্যার আনছে এইচপি
কম্পিউটার নিরাপত্তা বিষয়ক সফটওয়্যার আনছে এইচপি
প্যাকার্ড (এইচপি) সম্প্রতি কম্পিউটার ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নেবার ঘোষণা দিয়েছে।
এসময় কম্পিউটার ব্যবসা বন্ধ করে সফটওয়্যার ব্যবসার দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিতও দিয়েছিলো প্রতিষ্ঠানটি। সফটওয়্যার ব্যবসার শুরু হিসেবে ইতোমধ্যে এইচপি কম্পিউটার নিরাপত্তা বিষয়ক একটি সফটওয়্যার তৈরি করে ফেলেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
এইচপি’র তৈরি কম্পিউটার নিরাপত্তা বিষয়ক এ সফটওয়্যারটির নাম দেয়া হয়েছে ‘আর্কসাইট এক্সপ্রেস ৩.০’। এ ছাড়াও ফর্টিফাই সফটওয়্যার সিকিউরিটি সেন্টার প্রোডাক্ট নামের একটি সফটওয়্যার তৈরি করেছে এইচপি।
এইচপি’র তৈরি নিরাপত্তা সফটওয়্যারটি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটি প্যাকেজ। সাইবার আক্রমণ ঠেকাতে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন পরীক্ষা করে ব্যবস্থা নেবে এইচপির সফটওয়্যার।
এইচপিকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ‘আর্কসাইট ইনকর্পোরেশন’ এবং ‘ফর্টিফাই সফটওয়্যার ইনকর্পোরেশন’ নামের দুটি প্রতিষ্ঠান আগেই কিনে নিয়েছিলো এইচপি কর্তৃপক্ষ।
বিশ্লেষকরা বলছেন, হার্ডওয়্যার ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নেবার ঘোষণা দেবার পর থেকেই সফটওয়্যার ব্যবসা বাড়ানোর চাপের মুখে রয়েছেন এইচপির সিইও লিও অ্যাপোথেকার।
এইচপির অপারেটিং সিস্টেম ওয়েবওস বন্ধ করে দেবার পরিকল্পনা থাকলেও সফটওয়্যার হিসেবে এ অপারেটিং সিস্টেমকে আরো উন্নত করার দাবী করেছেন বিনিয়োগকারীরা। তাই এইচপিকে নতুন সফটওয়্যার তৈরির পাশাপাশি ওয়েবওস অপারেটিং সিস্টেম এবং স্মার্টফোন তৈরির কথা ভাবতে হচ্ছে।