সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৫, ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » হানিফ বললেন- রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়
প্রথম পাতা » নিউজ আপডেট » হানিফ বললেন- রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়
৫৭২ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হানিফ বললেন- রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়

রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়- আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, হানিফআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সোমবারের ঘটনায় পুলিশ আরও কৌশলী হতে পারত। তারা এ পর্যায়ে না গেলে আমরা খুশি হতাম। রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়।’
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হরতালের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় মাহবুব উল আলম হানিফ গতকাল বিএনপির কার্যালয়ে চালানো পুলিশের অভিযান সম্পর্কে সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার বিরোধী দল নয়, সন্ত্রাস দমন করছে বলে মন্তব্য করেন হানিফ।
আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, বিএনপির আমলে আওয়ামী লীগের কার্যালয়ে অনেকবার হামলা হয়েছে। কার্যালয়ে গুলি করা হয়েছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল নয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলটি জন্মের পর থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে লালন করছে। তিনি বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল বলতে হলে আগে গণতন্ত্রের সংজ্ঞা পাল্টাতে হবে।

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে হানিফ বলেন, হরতাল দেওয়ার জন্যই বিএনপি পরিকল্পিতভাবে নিজেদের সমাবেশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর সন্ত্রাসীরা বিএনপির কার্যালয়ে অবস্থান নেয়। সন্ত্রাসীদের আটক করতে গেলে বিএনপির নেতারা বাধা দেন। এ কারণে তাঁদেরও আটক করা হয়।
হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘স্বতঃস্ফূর্ত নয়, আতঙ্ক সৃষ্টি করে হরতাল পালনে জনগণকে বাধ্য করার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
বিএনপির সম্মেলন স্থগিত করার বিষয়ে তিনি বলেন, ‘১৯ মার্চ সম্মেলন করার মতো কোনো প্রস্তুতিই তাদের ছিল না। এখন তারা একটা অজুহাত দাঁড় করিয়ে সম্মেলন স্থগিত করেছে। যাদের গণতন্ত্রের কোনো চর্চা নেই, তাদের আবার সম্মেলন কিসের।’

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০