মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কোর্টে তোলা হচ্ছে বিএনপি নেতাদের
কোর্টে তোলা হচ্ছে বিএনপি নেতাদের
আর কিছুক্ষণের মধ্যে কোর্টে তোলা হচ্ছে বিএনপি নেতাদের। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোর্ট এলাকায় বিপুল সংখ্যাক পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোষাকের গোয়েন্দা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।এ সংক্রান্ত দু’টি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আইনে পল্টন থানায় দায়ের করা (মামলা নম্বর ২০) ও বিস্ফোরক আইনে দায়ের করা ২১ নম্বর মামলায় দেড় শতাধিক আসামিকে কোর্টে তোলা হবে। পল্টন থানার জিআরও গফফারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্রুত বিচার আইনের মামলার তদন্তভার পেয়েছেন সংশ্লিষ্ট থানার এসআই মাহমুদুল ইসলাম। বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই আবু জাফর।
বিএনপি নেতাদের রিমান্ডে চাওয়া হবে কি না অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান তা নিশ্চিত করতে পারেন নি।
বিকেল সাড়ে ৩ টা নাগাদ অতিরিক্ত সিএমএম সহিদুল ইসলাম ও মহানগর ম্যাজিস্টেট কেশব রায় চৌধুরীর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে এ আলোচিত মামলা দু’টির কারণে দিনের অন্যান্য মামলাগুলো আগে ভাগেই শেষ করা হয়েছে। হরতালের কারণে জেলখানা থেকে সিএমএম কোর্টে আসামি না আসায় সিএমএম কোর্টের হাজতখানা খালি পড়ে রয়েছে।
বিএনপি সমর্থক আইনজীবীরা নতুন ভবনের সামনে ভিড় করতে শুরু করেছেন। তবে সিনিয়রদের আড়াইটা পর্যন্ত চোখে পড়েনি।
নিরাপত্তার জন্য কোর্টের মধ্যে সাধারণের চলাচল সীমিত করা হয়েছে। আইনজীবী ছাড়া কোর্ট সংশ্লিষ্ট নয় এমন কাউকে কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজনদের ব্যাগ তল্লাসী করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।