সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২২, ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এসএমএস-এ চার্জ হবে স্মার্টফোন!
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এসএমএস-এ চার্জ হবে স্মার্টফোন!
৬৪০ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএমএস-এ চার্জ হবে স্মার্টফোন!

এসএমএস-এ  চার্জ হবে স্মার্টফোন!স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এতটাই অপরিহার্য এ পণ্যের ব্যাটারি চার্জ নিয়ে পড়তে হয় দারুণ বিড়ম্বনায়। বাইরে আছেন অথচ হুট করেই ফোনটি জানান দিচ্ছে ব্যাটারি ফুরিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে এ ফোনটি। হাতের কাছে নেই চার্জার। কিংবা চার্জ দেওয়ার ব্যবস্থা।এ ঝামেলার চমৎকার এক সমাধান অবিষ্কার করেছে গবেষকেরা। শুধু এসএমএস করেই দেড় ঘণ্টার ব্যবধানে পূর্ণ চার্জ করে নেওয়া যাবে একটি স্মার্টফোন। এ জন্য কোনো তারের সংযোগেরও প্রয়োজন হবে না। তবে এ তারহীন চার্জেও জন্য গুনতে হবে সেবাব্যয়।

এশিয়া এবং আফ্রিকার মতো উন্নয়নশীল দেশের জন্য এ পদ্ধতি বেশি প্রয়োজনীয়। এ মহাদেশের উন্নয়নশীল দেশগুলোতে সেলফোনের ব্যবহার বাড়ছে ব্যাপক হারে। আর তা বাড়ছে অপ্রত্যাশিত সংখ্যায়। এ দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের সমস্যা এবং ঘাটতি নিত্যসমস্যা।

এরই মধ্যে উগান্ডায় এ পদ্ধতির সফল প্রয়োগ করা হয়েছে। আর তাতে সাফল্যেও মিলেছে। নিউসায়েন্টিস প্রচারণায় এমন তথ্যই সুস্পষ্ট হয়েছে।

এ পদ্ধতিতে ব্যাটারি চার্জ হবে সৌরশক্তিতে (সোলার সিস্টেমে)। এ প্রযুক্তিকে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং (এমপিপিটি) বলা হচ্ছে। এতে ৬০ ওয়াটের শক্তিতে ব্যাটারি চার্জ নিশ্চিত করবে।

পূর্ণ সৌরশক্তি এবং আবহাওয়ার উত্তাপ থেকে সেলফোন এ চার্জ সরবরাহ করবে এসএমএস সিস্টেমটি। পয়েন্ট টু পয়েন্ট সার্কিট সিস্টেমে এটি সেলফোনে তারহীর চার্জ পৌঁছে দেবে। এ জন্য আলাদা কোনো পণ্য সংযোজন করতে হবে না।

এমপিপিটি মনিটরের মাধ্যমে এটি দিনরাতের যে কোনো সময়ে প্রত্যাশিত সেলফোনে চার্জ সরবরাহ করবে। এতে শক্তি সরবরাহে তেমন কোনো বিপত্তি আসবে না।

গচ্ছিত সৌর এবং উত্তাপ শক্তিকে তারহীন বিদ্যুতে রূপান্তর করেই এ চার্জ সিস্টেম সক্রিয় করা হবে। একটি এসএমএস করলেই এ সেবা সহজেই গ্রহণ করা যাবে। এ মুহূর্তে উগান্ডায় পরীক্ষামূলক প্রতিবার পূর্ণচাজে চার্জে ১১০ সিলিং সেবাব্যয় নেওয়া হচ্ছে।

এ পদ্ধতিতে এসএমএস করা মাত্রই ওই নির্দিষ্ট সেলফোনের জন্য একটি লেড সকেট চালু হয়ে যায়। এ অর্থ ওই সেলফোনে চার্জ দেওয়া শুরু হয়ে গেছে।

এরই মধ্যে উগান্ডায় এ সেবা দিতে বাফেলো গ্রিডের অধীনে ১০টি চার্জিং পয়েন্ট চালু করা হয়েছে। দিনে এখন সেখানে ৩০ থেকে ৫০টি সেলফোনও সফলভাবে চার্জও করা হচ্ছে।

তবে তারহীর এ অভিনব চার্জ পদ্ধতির সেবাব্যয় বেশি হওয়ার দাম কমিয়ে আনার প্রস্তাব উঠেছে। গ্রাহক সংখ্যা বাড়লে এবং কোনো ভতূর্কি পেলে এ সেবাব্যয় কমিয়ে আনা এমনকি ফ্রিও করা সম্ভব বলে বাফেলো গ্রিড জানিয়েছে।

এ প্রসঙ্গে বাফেলো গ্রিডের মুখপাত্র ড্যানিয়েল বিসিরা বলেন, এ পদ্ধতিতে সৌরশক্তির বিকল্প ব্যবহার আর বিদ্যুতের অপচয় কমানো সম্ভব। এমনকি ভোক্তাদের বাড়তি ভোগান্তিই কমিয়ে আনা সম্ভব। এ পদ্ধতি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। অচিরেই একে এশিয়ার বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরে একে বাণিজ্যিকভাবে সফলভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হবে।

-সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম 



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ