মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » চলে গেলেন খালেদা, আটকা রইলেন সিনিয়র নেতারা
চলে গেলেন খালেদা, আটকা রইলেন সিনিয়র নেতারা
বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের আটক করে নিয়ে যাওয়ার পর ১১ মার্চ রাতে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক হয় গুলশান কার্যালয়ে।বৈঠকে শেষে সংবাদ সম্মেলনও করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বাইরে অবস্থান নেয় পুলিশ।
রাত ১১টার পর গুলশানের রাজনৈতিক কার্যালয় ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান ও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থসহ ১৮ দলীয় জোটের আরো ক’জন নেতা রয়ে গেছেন চেয়ারপারসনের কার্যালয়ে।
বাইরে অপেক্ষা করছে শতাধিক পুলিশ ও হেলমেট পরা গোয়েন্দারা। এ কার্যালয়ে যাওয়া-আসার সব পথে অবস্থান নিয়েছে পুলিশ ভ্যান।
রাত দশটার পর এখান থেকে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আটক করে নিয়ে গেছে পুলিশ। বাকিদেরও ধরা হবে বলেই মনে করা হচ্ছে। কার্যালয়ের খুব কাছেই গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। যেন বের হলেই ধরে ফেলা যায়। যদিও পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই বলা হচ্ছে না। সুত্র- বাংলানিউজটোয়েন্টিফোর.কম