রবিবার ● ১০ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অ্যাপলকে সমর্থন দিল নকিয়া
অ্যাপলকে সমর্থন দিল নকিয়া
৷৷ আইসিটি নিউজ ৷৷ শীর্ষ স্মার্টফোন উৎপাদক স্যামসাং ইলেকট্রনিকসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের করা আপিলের সমর্থনে আদালতে গেছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানি নকিয়া। একটি মার্কিন আপিল আদালতে মেধাস্বত্ব রক্ষায় অ্যাপলের আর্জির পক্ষে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আদালতে বিবৃতি দেয় তারা। খবর দ্য টেলিগ্রাফের।
গত বছর একটি মার্কিন আদালতে কোরীয় ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপল কর্তৃপক্ষ মামলা করে। অ্যাপলের অভিযোগ, স্যামসাং তাদের ছয়টি নকশা নকল করে ২৬টি পণ্য বাজারে ছেড়েছে। এতে তাদের ২৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে। এ অর্থ স্যামসাংয়ের কাছ থেকে আদায় করতে চায় ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি।
গত আগস্টে আদালত স্যামসাংকে দোষী সাব্যস্ত করে ১০৫ কোটি ডলার জরিমানা করেন। কিন্তু স্যামসাংয়ের পণ্যগুলো বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি আদালত। এদিকে স্যামসাংয়ের আপিলের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার সানজোসের একটি আদালতের বিচারক লুসি কো সম্প্রতি এ জরিমানা প্রায় ৪০ শতাংশ কমিয়ে দেন।
চলমান আইনি লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ হিসেবে অ্যাপল ওয়াশিংটনের ফেডারেল আপিল আদালতে স্যামসাংয়ের পণ্যগুলো মার্কিন বাজারে বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করে।
(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )