শনিবার ● ৯ মার্চ ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুগল প্লের দ্বিতীয় বছরে পদার্পণ
গুগল প্লের দ্বিতীয় বছরে পদার্পণ
৷৷ আইসিটি নিউজ ৷৷ অনলাইনে স্মার্টফোন অ্যাপ্লিকেশন বেচাকেনার সাইট ‘গুগল প্লে’ এক বছর পূর্ণ করেছে। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর অ্যাপ চাহিদা পূরণে গত বছরের ৬ মার্চ চালু হয় সাইটটি। খবর বিবিসি অনলাইনের।
গুগলের অ্যান্ডয়েড মার্কেট প্লেসের নাম বদল এবং সংশ্লিষ্ট অন্য সেবা একীভূত করে ‘প্লে’ স্টোর চালু করে গুগল। এ অনলাইন স্টোর থেকে ট্যাবলেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা পছন্দমতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। বর্তমানে সাত লাখের বেশি অ্যাপ্লিকেশনসহ ই-বুক ও গান মিলিয়ে ১০ লাখেরও বেশি কনট্যান্ট রয়েছে গুগল প্লেতে। এখন পর্যন্ত গুগল প্লে থেকে আড়াই হাজার কোটি বারেরও বেশি নানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়েছে।
গুগল প্লে ডিজিটাল কনট্যান্টের ভাইস প্রেসিডেন্ট জেমি রোজেনবার্গ জানিয়েছেন, ২০১২ সাল থেকেই গুগল প্লে স্টোর দ্রুত অগ্রগতি অর্জন করেছে। - এসবিবি
(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )