সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৬, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৪ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » স্মার্টফোন খাতের শীর্ষ প্রতিষ্ঠান হতে চায় হুয়াউই
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » স্মার্টফোন খাতের শীর্ষ প্রতিষ্ঠান হতে চায় হুয়াউই
৫৩৯ বার পঠিত
সোমবার ● ৪ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্টফোন খাতের শীর্ষ প্রতিষ্ঠান হতে চায় হুয়াউই

স্মার্টফোন খাতের শীর্ষ প্রতিষ্ঠান হতে চায় হুয়াউই ৷৷ আইসিটি নিউজ ৷৷ ভোক্তাদের জন্য সঠিক প্রযুক্তি উপযুক্ত দামে সরবরাহ করে স্মার্টফোন খাতের শীর্ষ কোম্পানিতে পরিণত হতে চায় হুয়াউই টেকনোলজিস। হুয়াউই ডিভাইস কোম্পানি মিডল ইস্টের সভাপতি জিন জিয়াওর মতে, বাজারে শুধু একটি পণ্য আনাই যথেষ্ট নয়। টিকে থাকতে অন্যদের চেয়ে আলাদা কিছু বানাতে হবে। হুয়াউই এখন সেদিকে ধাবিত হচ্ছে। খবর গালফ নিউজের।
২০১০ সালে উন্মুক্ত সেলফোন বাজারে প্রবেশ করে টেলিকম যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউই। এর আগে শুধু টেলিকম অপারেটরদের চাহিদা মোতাবেক নেটওয়ার্ক যন্ত্রপাতি সরবরাহ করত কোম্পানিটি। সেজন্য অপারেটরদের সঙ্গে বিভিন্ন চুক্তি করতে ছুটতে হতো তাদের।
কিন্তু এখন তাদের মনোযোগ আরো বিস্তৃত হয়েছে। জিয়াও বলেন, ‘কিছু কিছু বাজারে আমাদের অবস্থান তৃতীয়। আবার কিছু কিছু বাজারে স্বল্পমেয়াদে আমাদের অবস্থান চার নম্বরে।’ জিয়াওয়ের মতে, টেলিকম যন্ত্রপাতি নির্মাণে শীর্ষস্থানীয় হওয়ায় মোবাইল বাজারে প্রবেশে তাদের কিছু সুবিধা হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি বাড়ি ও অফিসে এখন হুয়াউইর যন্ত্র রয়েছে। কিন্তু অনেকেই তা জানেন না। সেটটপ বক্স, রাউটার, ইউএসবি ডোঙ্গল আর মডেম দিয়ে প্রায় প্রতিটি জায়গায়ই রয়েছে আমাদের উপস্থিতি। নিজস্ব প্রযুক্তির সদ্ব্যবহার করতে পারায় দারুণ কিছু সুবিধা পাচ্ছি আমরা। ইচ্ছে করলেই আমরা আমাদের উত্পাদনের হার বাড়াতে পারছি। পণ্য উত্পাদনের পদ্ধতিতে পরিবর্তন আনাও সহজ আমাদের জন্য। আমাদের রয়েছে গতি, নমনীয়তা আর প্রযুক্তি।’
জিয়াওয়ের মতে, এখন সময় হয়েছে হুয়াউইকে ব্যাপক মাত্রায় পরিচিত করে তোলার। ভোক্তাদের জীবনযাত্রা পরিবর্তন করে দেবে হুয়াউই। এজন্য প্রয়োজনীয় সব প্রযুক্তি এবং পণ্য রয়েছে তাদের হাতে। এখন সেগুলোর বিপণনে জোরশোরে এগুনো হবে।
বিশ্লেষকদের মতে, অ্যাসেন্ড পি২ এলটিই স্মার্টফোন দিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে পাল্লায় নেমেছে হুয়াউই। স্মার্টফোনটির ইন্টারনেট সংযোগ গতি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট, যা বাজারের যেকোনো স্মার্টফোনের চেয়ে অনেক বেশি।
গার্টনারের বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি বলেন, ‘চীনা কোম্পানিটির নজর এখন ভোক্তাদের হাতে অধিক গতি, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং আকর্ষণীয় স্ক্রিনের স্মার্টফোন তুলে দেয়া।’ গত বছর কোম্পানিটি ৩ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি করতে সমর্থ হয়, যা ২০১১ সালের তুলনায় ৬০ শতাংশ বেশি।
জিয়াও বলেন, ‘আমাদের হাতে রয়েছে অ্যাসেন্ড পি২। সিইএসে (কনজিউমার ইলেকট্রনিকস শো, লাসভেগাস ২০১৩) উদ্বোধন করা হয়েছে অ্যাসেন্ড মেট, উইন্ডোজ ফোন ডব্লিউ১ এবং অ্যাসেন্ড ডি২ স্মার্টফোন। মার্চ-মে মাসের মধ্যেই মধ্যপ্রাচ্যের বাজারে সবকটি মডেলের স্মার্টফোন পাওয়া যাবে।’
গত বছর মধ্যপ্রাচ্যের বাজারে ২২টি ভিন্ন মডেলের স্মার্টফোন অবমুক্ত করেছে হুয়াউই। এগুলোর দাম ছিল ৬৯ থেকে ১ হাজার ৬৯৯ দিরহাম পর্যন্ত।
জিয়াও জানান, এখন পর্যন্ত তাদের বৃহত্তম বাজার চীন। এরপরই রয়েছে জাপান। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। - এসবিবি

(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি
বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট