সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মূল যোগাযোগ মাধ্যম হবে ৪জি
প্রথম পাতা » প্রধান সংবাদ » মূল যোগাযোগ মাধ্যম হবে ৪জি
৪৯৩ বার পঠিত
রবিবার ● ৩ মার্চ ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মূল যোগাযোগ মাধ্যম হবে ৪জি

মূল যোগাযোগ মাধ্যম হবে ৪জি, আইসিটি নিউজ৷৷ আইসিটি নিউজ ডেস্ক  ৷৷ সেলফোন যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতে মূল মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক। সম্প্রতি চীনের ১০০টি শহরে ফোরজি এলটিই নেটওয়ার্ক চালু করার ঘোষণা দেয়ার সময় এ কথা জানায় গ্রাহক সংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম অপারেটর চায়না মোবাইল কমিউনিকেশন্স করপোরেশন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত টিডি-এলটিই ইনিশিয়েটিভ সম্মেলনে কোম্পানিটির চেয়ারম্যান শি গুয়োহুয়া জানান, এ বছরের মধ্যেই চীনের ৫০ কোটির বেশি গ্রাহককে এলটিই নেটওয়ার্কের আওতায় আনা হবে। খবর চায়না ডেইলির।

সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি আরো জানান, সেলফোনশিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী টিডি-এলটিই নেটওয়ার্কের জনপ্রিয়তাও বাড়ছে। ১০০টিরও বেশি শহরে এলটিই নেটওয়ার্ক গড়ে তুলে এ খাতে সবচেয়ে এগিয়ে থাকবে চায়না মোবাইল। গুয়োহুয়ো বলেন, বিশ্বের মধ্যে এটিই হবে বৃহত্তম এলটিই নেটওয়ার্ক।
চলতি বছরেই ১০ লাখের বেশি টিডি-এলটিই টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক স্মার্টফোন এবং ডাটা কার্ড কিনবে চায়না মোবাইল। শি বলেন, উচ্চ মূল্যের স্মার্টফোনের (টিডি-এলটিই সমর্থিত) পাশাপাশি স্বল্প মূল্যের সেলফোনও কেনা হবে, যাতে গ্রাহকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পছন্দ করে নিতে পারেন।
এরই মধ্যে টিডি-এলটিই নেটওয়ার্কের উপযোগী স্মার্টফোন বাজারে ছাড়তে চায়না মোবাইলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এলজি ইলেকট্রনিকস, এইচটিসি করপোরেশন, হুয়াউই টেকনোলজিস এবং জেডটিই।
নতুন এ হ্যান্ডসেটগুলো বিভিন্ন নেটওয়ার্কে ও ব্যান্ডে চলতে সক্ষম। এ ফোনগুলোর ব্যবহারকারীরা ইচ্ছেমতো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এমনকি আরেক ধরনের এফডিডি এলটিই ফোরজি নেটওয়ার্কেও চলতে সক্ষম হ্যান্ডসেটগুলো।
গত মঙ্গলবার প্রথমবারের মতো নিজস্ব ব্র্যান্ডের দুটি টিডি-এলটিই টার্মিনাল বাজারে ছাড়ে চায়না মোবাইল। সিএম ৫১২ ও ৫১০ নামের এ দুটি মাইফাই পণ্য টিডি-এলটিই নেটওয়ার্কের হটস্পট হিসেবে কাজ করবে। শি বলেন, এলটিইর ব্যাপক এবং বহুমুখী বিস্তারে এ দুটি পণ্য মাইলফলক হিসেবে গণ্য হবে। বিশ্বব্যাপী এ ধরনের আরো টিডি-এলটিই টার্মিনাল স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান তিনি।
বর্তমানে ১৩টি গুরুত্বপূর্ণ চীনা শহরে পরীক্ষামূলকভাবে এলটিই নেটওয়ার্ক চালু করেছে চায়না মোবাইল। এ পর্যন্ত চীনজুড়ে ২০ হাজার বেজস্টেশন তৈরি করেছে কোম্পানিটি। চলতি বছরের মধ্যেই এ ধরনের বেজ স্টেশনের সংখ্যা দশ গুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।
গত ডিসেম্বরে প্রথমবারের মতো হংকংয়ে বাণিজ্যিকভাবে টিডি-এলটিই নেটওয়ার্ক চালু করে চায়না মোবাইল। শুধু হংকংয়েই নয়, পুরো এশিয়ার মধ্যেই এটিই প্রথম এলটিই টিডিডি বা এফডিডির শঙ্কর বাণিজ্যিক নেটওয়ার্ক।
শি বলেন, ২০১২ সালে নাটকীয়ভাবে টিডি-এলটিই নেটওয়ার্কের বাণিজ্যিক ব্যবহার বাড়তে থাকে।
বিশ্লেষকরা জানান, চলতি বছরের মাঝামাঝি সময়ে ফোরজি নেটওয়ার্ক লাইসেন্স সরবরাহ করতে পারে চীন সরকার। গত বছরের মার্চে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মিয়াও ওয়েই জানান, দুই থেকে তিন বছরের মধ্যে ফোরজি লাইসেন্স অনুমোদন দিতে শুরু করবে সরকার। সেপ্টেম্বরে তিনি আবার জানান, এক বছরের মধ্যেই ফোরজি লাইসেন্স বিতরণ করা হবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপিএমজির টেলিকম বিশ্লেষক জি চেনডং বলেন, এটা মোটামুটি নিশ্চিত যে, একাধিক টেলিকম অপারেটর ফোরজি লাইসেন্স পাচ্ছে। এমনকি চীনের সবচেয়ে ক্ষুদ্রতম নেটওয়ার্ক অপারেটর চায়না টেলিকম করপোরেশনও টিডি-এলটিই সেবা দানের অনুমতি পেতে পারে।
জেডটিইর নির্বাহী সহ-সভাপতি হি শিইউ বলেন, চীনের মূল তিনটি টেলিকম অপারেটরই টিডি-এলটিই ফোরজি লাইসেন্স পেতে পারে। কারণ সরকারের হাতে দেয়ার জন্য পর্যাপ্ত উপযুক্ত তরঙ্গ রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী ১৪টি বাণিজ্যিক টিডি-এলটিই নেটওয়ার্ক চালু ছিল। এদিকে গ্লোবাল মোবাইল সাপ্লাইয়ারস অ্যাসোসিয়েশন (জিএসএ) জানায়, চলতি বছরের শুরুতে বিশ্বব্যাপী ৬৬টি দেশে ১৪৫টি বাণিজ্যিক নেটওয়ার্কে এলটিই সুবিধা চালু ছিল। এ বছরের শেষ নাগাদ ৮৩টি দেশের ২৩৪টি নেটওয়ার্কে এলটিই সেবা চালু হবে।
সংস্থাটি জানায়, ৮ জানুয়ারি কয়েকশ অপারেটর এলটিই নেটওয়ার্ক চালুর ব্যাপারে অঙ্গীকার করে। এক প্রতিবেদনে জিএসএ জানায়, বর্তমানে এলটিই সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া নেটওয়ার্ক। এটি মূল ধারায় পরিণত হয়েছে।
জিএসএর তথ্য অনুসারে, ২০১২ সালের তৃতীয় প্রান্তিকে এলটিই গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ৩৭ লাখ। পেশাদার সেবা প্রতিষ্ঠান দেলোয়েতের হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ২০ কোটিতে। - এসবিবি 

(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )



প্রধান সংবাদ এর আরও খবর

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০ টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড় ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ