মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচপি’র এক্সচেঞ্জ অফারের সময় বৃদ্ধি
এইচপি’র এক্সচেঞ্জ অফারের সময় বৃদ্ধি
।। বিশেষ অফার ।। মোবাইল এবং অনলাইনে আগ্রহী ক্রেতাদের অনুরোধের কারনে আরও ৩০০ ল্যাপটপের জন্য এই অফার বাড়ানো হয়েছে।সম্প্রতি সময়ে পুরাতন সচল বা অচল যে কোনো ব্রান্ডের ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসি বদল করে এইচপি কম্প্যাক ব্রান্ডের সম্পুর্ণ নতুন ল্যাপটপ কেনার সুযোগ করে দিয়েছিল দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিপনন ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ক্রেতাদের অনুরোধের কারনে এর সময়সীমা বাড়ানোর কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি ।
উল্লেখ্য, আগের মতোই প্রান্তিক ভোক্তা ছাড়াও কর্পোরেট, ব্যাংক, সরকারি বা বেসরকারী অফিস, গ্রুপ অব কোম্পানির পুরোনো বা নষ্ট পিসিও এই অফারের অন্তর্ভুক্ত। অফার অনুযায়ী, ২১ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে এই অফার গ্রহণ করা যাবে। ডেস্কটপ পিসির ক্ষেত্রে মনিটর, কি-বোর্ড, মাউস সম্পন্ন সিপিইউ-কে একটি পিসি হিসেবে বিবেচনা করা হবে।
এরআগে বছরের শুরুতেই দেশে প্রযুক্তিবাজারে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আবাহনের রীতি যুক্ত করেছিলো কম্পিউটার সোর্স। সেসময় প্রথম ৫০০ টি ল্যাপটপের ক্ষেত্রে এই অফার দেয়া হয়েছিলো। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১২৭৫১১৯০ নম্বরে।
(আইসিটি নিউজ, প্রযুক্তি সংবাদ,আইটি নিউজ,আইটি সংবাদ,বাংলাদেশ প্রযুক্তি, প্রযুক্তি পণ্য,তথ্যপ্রযুক্তি সংবাদ, সর্বশেষ প্রযুক্তি সংবাদ,বিজ্ঞান ও প্রযুক্তি,ডিজিটাল বাংলা এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.dailyictnews.com )