সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসিস সফটএক্সপো শুরু হচ্ছে ৬ মার্চ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসিস সফটএক্সপো শুরু হচ্ছে ৬ মার্চ
৮২৮ বার পঠিত
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেসিস সফটএক্সপো শুরু হচ্ছে ৬ মার্চ

বেসিস সফটএক্সপো ২০১৩ শুরু হচ্ছে ৬ মার্চ ৷ আইসিটি নিউজ ডেস্ক ৷ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট সেবা (আইটিইএস) নিয়ে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০১৩’ শুরু হচ্ছে আগামী ৬ মার্চ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে চার দিনের এ প্রদর্শনী। গতকাল শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নাগরিক জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও এর প্রতি সব শ্রেণীপেশার মানুষের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এবারের সফটএক্সপোর বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘আইসিটি ফর লাইফ, আইসিটি ফর বিজনেস’।
সংবাদ সম্মেলনে সফটএক্সপোর বিভিন্ন দিক তুলে ধরেন বেসিসের মহাসচিব ও বেসিস সফটএক্সপো ২০১৩-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ। এতে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক শাহ ইমরাউল কায়েস, নাভিদুল হক প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের সফটএক্সপোয় দেশী-বিদেশী ১২০টিরও বেশি সফটওয়্যার ও আইটিইএস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা এবারই সর্বোচ্চ। ২০০৩ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে এ প্রদর্শনী। এবার ৩০ হাজারেরও বেশি দর্শক সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রদর্শনী ছাড়াও থাকবে উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, টেকনিক্যাল সেশন, সিবিআই নেদারল্যান্ডস ও আইটিসির সহায়তায় আন্তর্জাতিক বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং বৈঠক, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩, আইটি জব ফেয়ার, ই-কমার্স স্পেশাল জোনসহ বেশকিছু আয়োজন।
ম্যাচমেকিং বৈঠকে অংশ নিতে ডেনমার্ক, নেদারল্যান্ডস ও জার্মানি থেকে ১২টির বেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পেশাজীবীরা আসবেন। এবারের মেলায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতাদের নিয়ে ‘বিজনেস লিডারস মিট’। মেলার প্রথম ও দ্বিতীয় দিনে করপোরেট ব্যক্তিত্বদের অগ্রাধিকার হিসেবে থাকছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘করপোরেট আওয়ার’। এতে আসা অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য থাকছে স্পেশাল বিজনেস লাউঞ্জ।
বেসিস সফটএক্সপো ২০১৩-এর সহ-আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই)। গোল্ড স্পনসর হিসেবে ক্যাসপারস্কি ল্যাব এবং ইন্টারনেট পার্টনার হিসেবে থাকছে কিউবি। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) বরাবরের মতোই সফটএক্সপোর কো-স্পনসর হিসেবে সম্পৃক্ত থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। আগামী ৯ মার্চ শেষ হবে এ প্রদর্শনী।

(আইসিটি নিউজ, প্রযুক্তি সংবাদ,আইটি নিউজ,আইটি সংবাদ,বাংলাদেশ প্রযুক্তি, প্রযুক্তি পণ্য,তথ্যপ্রযুক্তি সংবাদ, সর্বশেষ প্রযুক্তি সংবাদ,বিজ্ঞান ও প্রযুক্তি,ডিজিটাল বাংলা এর  সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.dailyictnews.com )



প্রধান সংবাদ এর আরও খবর

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০ টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড় ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ

আর্কাইভ

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ