রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গেমিং পাওয়ার সাপ্লায়ারে তিন বছরের বিক্রয়োত্তর সেবা
গেমিং পাওয়ার সাপ্লায়ারে তিন বছরের বিক্রয়োত্তর সেবা
৷ আইসিটি নিউজ ডেস্ক ৷ গেমিং পাওয়ার সাপ্লাইয়ে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স। কোরসায়ার ব্র্যান্ডের এই গেমিং পাওয়ার সাপ্লায়ার গুলোর অনন্য বৈশিষ্ট হচ্ছে এগুলো নিরবিচ্ছিন্ন ভাবে ৮০ ভাগেরও বেশি দক্ষতার সাথে বিদ্যুত সরবরাহ করতে পারে। পাওয়ার সাপ্লায়ার গুলোতে রয়েছে ১২ ভোল্টের রেল (তামার তার) ও উচ্চমানের ক্যাপাসিটর। এছাড়াও এর আল্ট্রা কুইট ১২০ এম এম ফ্যান থাকায় পাওয়ার সাপ্লাইটিকে ঠান্ডা রাখে সবসময়। কোরসায়ার জিএস সিরিজের গোমিং পাওয়ার সাপ্লায়ারগুলো ‘৮০+ ব্রোঞ্জ’ সার্টিফায়েড। এর ৮০০ ওয়াটের দাম ১৪ হাজার এবং ৭০০ ওয়াটের দাম ১২ হাজার টাকা। অপরদিকে সিএক্সভি টু সিরিজের ৬০০ ওয়াটের গেমিং পাওয়ার সাপ্লায়ারের দাম ৮ হাজার, ৫০০ ওয়াটের দাম ৭ হাজার এবং ভিএস ৪৫০ ওয়াটের দাম ৫ হাজার টাকা।
(আইসিটি নিউজ, প্রযুক্তি সংবাদ,আইটি নিউজ,আইটি সংবাদ,বাংলাদেশ প্রযুক্তি, প্রযুক্তি পণ্য,তথ্যপ্রযুক্তি সংবাদ, সর্বশেষ প্রযুক্তি সংবাদ,বিজ্ঞান ও প্রযুক্তি,ডিজিটাল বাংলা এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.dailyictnews.com )