শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে চলছে কিউবি ল্যাপটপ মেলা
রাজধানীতে চলছে কিউবি ল্যাপটপ মেলা
৷ আইসিটি নিউজ ডেস্ক ৷ ঢাকার বিজয় স্বরণীর জাতীয় সামরিক জাদুঘরে চলছে ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১৩’। ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্ত জনসাধারনের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসছে। এছাড়া বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় অনেকে এখন ডেস্কটপের বদলে ল্যাপটপ বেছে নিচ্ছেন। মেলায় বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। মেলায় ৭ টি প্যাভিলিয়ন, ৮ টি মিনি প্যাভিলিয়ন ও ৪২ টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও এন্টিভাইরাস পাওয়া যাচ্ছে।
কিউবি মেলায় অনেকগুলি আকর্ষনীয় অফার নিয়ে এসেছে, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নতুন কিউবি সংযোগ কিনলেই পরবর্তী মাসে তার প্যাকেজের যে ব্যবহার সীমা তার দ্বিগুন ভলিউম ব্যবহার করতে পারবেন। মেলা থেকে কিউবির প্রিপেইড সংযোগ কিনলে প্রতি রির্চাজে ডবল ভলিউম অফার দিচ্ছে। পোষ্ট পেইড মডেমে ১০০০ টাকা পর্যন্ত ছাড় এবং এক মাসের ডবল ভলিউম অফার দিচ্ছে কিউবি। নির্দিষ্ট ৪ টি মডেলের স্যামসাং ল্যাপটপের সাথে রয়েছে ৪৬ ইঞ্চি এলইডিটিভি জিতে নেওয়ার সুযোগ। ১০ হাজার ৪৯০ টাকায় ৭ ইঞ্চি ট্যাবলেট এনেছে ইন্টারনেট বিজ। টোসিবা ল্যাপটপের সাথে রয়েছে গিফট ভাউচার। মেলায় কম্পাক এর নির্দিষ্ট মডেলের ল্যাপটপের সাথে প্রিন্টার ফ্রি দিচ্ছে স্মার্ট টেকনোলজিস।
মেলায় গ্লোবাল ব্র্যান্ড বিশ্বখ্যাত আসুস ও ডেলের ল্যাপটপ পণ্য সামগ্রী নিয়ে অংশ গ্রহণ করেছে। মেলায় রয়েছে আসুসের ১টি প্যাভিলিয়ন এবং ডেলের ১টি প্যাভিলিয়ন। মেলার আসুস প্যাভিলিয়নে মডেলভেদে সর্বনিম্ন ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। ডেলের প্যাভিলিয়নে মডেলভেদে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬২ হাজার টাকাং ডেল ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষ্যে প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুক বা ই প্যাড ট্যাবলেট পিসি ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন নেটবুক, মোবাইল ফোন, হেড ফোন, ৮ জিবি পেন ড্রাইভসহ আরো অনেক আকর্ষণীয় উপহার। এছাড়া প্রতিটি ডেল ল্যাপটপের সাথে থাকছে নির্দিষ্ট্ উপহার ৮জিবি পেন ড্রাইভ।
মেলায় বিজয় ডিজিটালের ৯ নং স্টলে এন্ড্রয়েড স্মার্ট ফোন-এ বিজয় ব্যবহার করার কৌশল দেখানো হচ্ছে। এছাড়া বাংলা ল্যাপটপ, বাংলা ট্যাব, বাংলা সফটওয়্যার ও বিজয় শিশুশিক্ষা নিয়ে বিভিন্ন আয়োজন রয়েছে বিজয় এর স্টলে।
নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এবার কিছু বিশেষ আয়োজন রয়েছে। যেমন, বাজারে আসেনি এমন অনেক পন্য প্রথমবারের মতো দেখা যাবে এ মেলায়। পাশাপাশি এগুলো ব্যবহারের অভিজ্ঞতাও নেওয়া যাবে। অন্য যে কোনোবারের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থাও রয়েছে। মেলায় গিগাবাইট ও এএমডির সৌজন্যে রয়েছে ফ্রি গেইমিং জোন। গেমিং প্রতিযোগিতায় যেকোন গেমার ফ্রি গেমিং রেজিস্ট্রেশন করতে পারবেন। উক্ত প্রতিযোগিতায় কল অব ডিউটি, ফিফা ১১ এবং নীড ফর স্পীড এই তিনটি ইভেন্টে অংশগ্রহন করতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের ২০,০০০ টাকা মূল্যের পুরষ্কার প্রদান করা হবে। মেলার গিগাবাইট গেমিং জোনে গিয়ে আগামী ১ মার্চ হতে অনুষ্ঠিতব্য গেমিং এর জন্যও রেজিস্ট্রেশন করতে পারবেন।
এবারের মেলার টাইটেল স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। কো-স্পন্সর হিসেবে রয়েছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি এবং স্যামসাং। মেলার টিকেট বুথ স্পন্সর হিসেবে আছে মোবাইলে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এছাড়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও ।
(আইসিটি নিউজ, প্রযুক্তি সংবাদ,আইটি নিউজ,আইটি সংবাদ,বাংলাদেশ প্রযুক্তি, প্রযুক্তি পণ্য,তথ্যপ্রযুক্তি সংবাদ, সর্বশেষ প্রযুক্তি সংবাদ,বিজ্ঞান ও প্রযুক্তি,ডিজিটাল বাংলা এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.dailyictnews.com )