শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শিবির ও শাহবাগীদের মধ্যে চলছে সাইবার যুদ্ধ
শিবির ও শাহবাগীদের মধ্যে চলছে সাইবার যুদ্ধ
৷৷ আইসিটি নিউজ ডেস্ক ৷৷ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং শাহবাগ আন্দোলনকারীদের মধ্যে চলছে সাইবার যুদ্ধ । দুইপক্ষের আক্রমন এবং পাল্টা আক্রমনে দেশের ভার্চুয়াল জগত এখন উত্তপ্ত । শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (www.shibir.org.bd) হ্যাক করে শাহবাগ আন্দোলনকারীদের জন্য উৎসর্গ করেন XTOR নামের একটি হ্যাকার গ্রুপ ।
শিবির ওয়েবসাইটের বার্তায় তারা সাইবার যুদ্ধের ঘোষনা দেন । আজ দুপুরের পরে শিবির কর্মীরা তাদের ওয়েবসাইটটি উদ্ধার করতে সক্ষম হয় । পাল্টা আক্রমনে শনিবার প্রথম প্রহরেই বাংলাদেশ সরকারের তথ্য-ভাণ্ডার নামে পরিচিত জাতীয় ই-তথ্য কোষ (http://www.infokosh.bangladesh.gov.bd) হ্যাক করেছেন মুসলিম সাইবার সেলজ টিম নামে এক হ্যাকার গ্রুপ । ই-তথ্য কোষ এর ওয়েবসাইট হ্যাক করে এর হোমপেজ ব্লাক আউট করে সেখানে হ্যাকার দলটি নিজেদের লোগো সেঁটে দিয়েছে, ‘আমরা ভালোবাসি আপনার তৈরি করা নিরাপত্তাকে ভেঙে দিতে ‘উই লাভ টু ব্রেক দ্য সিকিউরিটিস ক্রিয়েট ইউ’। যদিও হ্যাক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যই ওয়েবসাইটটি উদ্ধার করা হয় । সাইবার জগতে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়ে যাচ্ছে হ্যাকার দলগুলো ।
(আইসিটি নিউজ,আইটি নিউজ,আইটি সংবাদ,প্রজুক্তি সংবাদ,সাইবার যুদ্ধ,তথ্যপ্রযুক্তি,অনলাইন নিউজপেপার,তথ্যপ্রযুক্তি পত্রিকা,আইটি প্রোডাক্ট,প্রযুক্তি পণ্য,প্রযুক্তি বাজার,বাজারধর,ইন্টারনেট,নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )